এফসি গোয়ার বিরুদ্ধে জয় চাইছেন তিরি

রবিবার আইএসএলে( isl) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। প্রতিপক্ষ এফসি গোয়া( fc goa)। প্রথম লেগে এফসির গোয়াকে রয় কৃষ্ণার গোলে (roy krishna) ১-০ হারিয়ে ছিল হাবাসের ( habas) দল। রবিবার তারই পুনরাবৃত্তি চাইছেন বাগান কোচ।

শেষ ম‍্যাচে মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হেরেছিল এটিকে এমবি। তবে সেসব নিয়ে ভাবতে নারাজ হাবাস। বরং এফসি গোয়া ম‍্যাচই ফোকাসড তিনি। রবিবার গোয়ার বিরুদ্ধে জয়কেই পাখির চোখ করছেন বাগান কোচ। শেষ ম‍্যাচে জামসেদপুর এফসিকে ৩-০ গোলে হারিয়েছে গোয়া। বাগানের বিরুদ্ধে নামার আগে গোয়াকে এটা বাড়তি সুযোগ দেবে বলে মানতে নারাজ হাবাস। তাঁর কথায় ফুটবলে প্রতিটা ম‍্যাচই নতুন। ম‍্যাচে যে কোন ফল হতে পারে বলে মনে করছেন তিনি।

এই মুহুর্তে লিগ টেবিলে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির থেকে ৬ পয়েন্ট পিছিয়ে হাবাসের দল। তবুও লিগ টেবিলে শীর্ষে যাওয়া এখনও সম্ভবনা আছে বলে মনে করছেন হাবাস। এদিন সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন, ” এখনও আমাদের কাছে সুযোগ আছে। বাকি ম‍্যাচ গুলো জয় আমাদের লক্ষ‍্য। ফুটবলে সবকিছুই সম্ভব।”

গোয়া ম‍্যাচ নিয়ে ফোকাসড বাগান সুপারস্টার তিরি( tiri)। শেষ ম‍্যাচ ভুলে গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট নিতে মরিয়া তিনি। দ্বিতীয় লেগের খেলা শুরু হয়ে গিয়েছে। তবে এখনই প্লেঅফে ওঠা নিয়ে ভাবতে নারাজ তিরি। বরং গোয়ার বিরুদ্ধে জয় চাইছেন তিনি।

আরও পড়ুন:মুস্তাক আলিতে প্রথম হার বাংলার

Advt

Previous articleপ্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগ পরিচালন সমিতির সদস্যের বিরুদ্ধে
Next articleভোট প্রচারে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’র বঙ্গানুবাদ প্রকাশ বামেদের