চাকরি-ঠিকাকাজ-টেন্ডারে ভূমিপুত্র তথা বাঙালিদের সংরক্ষণের দাবিতে আজ, রবিবার ধর্মতলায় সমাবেশ করল বাংলা পক্ষ।
কর্মক্ষেত্রে ভূমিপুত্রদের সংরক্ষণের দাবিতে ধর্মতলার রানি রাসমণি রোডে আয়োজন করা হয়েছিল এই জনসভা। পশ্চিমবঙ্গে সরকারি এবং বেসরকারি চাকুরিক্ষেত্র সহ ঠিকা কাজ, হকারি লাইসেন্স এবং টেন্ডারে বাঙালিদের জন্য পদ সংরক্ষিত হোক, দাবি এই সংগঠনের।
সংগঠনের তরফ থেকে কৌশিক মাইতি জানিয়েছেন, বিভিন্ন জায়গায় অবাঙালিরা বাঙালিদের মারধর করেছেন। প্রচুর এমন অভিযোগ আসছে। পাশাপাশি সরকারি বিভিন্ন উচ্চপদে বাঙালিদের জায়গায় অবাঙালিরা বেশি করে জায়গা পাচ্ছেন। বিভিন্ন কাজে বাঙালিদের অগ্রাধিকার দিতে হবে। বাংলা বাদে দেশের প্রায় প্রতিটি রাজ্য তাদের ভূমিপুত্রদের জন্য সরকারি এবং বেসরকারি কর্মক্ষেত্রে সুবিধা দেয় বলে দাবি বাংলা পক্ষের।
