Sunday, May 4, 2025

গোষ্ঠীদ্বন্দ্ব ঝেড়ে ফেলতে মালদা তৃণমূলে বড়সড় রদবদল

Date:

Share post:

মালদহ তৃণমূলে বড়সড় রদবদল৷ ভোটের মুখে তৃণমূলের (TMC) মালদহ (Malda) জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হল মোয়াজ্জেম হোসেনকে। পরিবর্তে নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি ( krishnendu choudhury) আর মোয়াজ্জেম হোসেনকে করা হলো দলের রাজ্য সহ-সভাপতি।

জেলায় নতুন আরও দু’জন কো-অর্ডিনেটর নিয়োগ করাও হয়েছে। নতুন দুই কো-অর্ডিনেটর হলেন, বিধায়ক সাবিনা ইয়াসমিন ও হেমন্ত শর্মা।জেলা সংগঠনের কোর কমিটিতে আনা হয়েছে বিধায়ক নীহাররঞ্জন ঘোষকে। কলকাতায় দলের উচ্চ পর্যায়ের বৈঠকে এই রদবদল চূড়ান্ত করা হয়েছে। ওই বৈঠকে জেলার শীর্ষ নেতাদের পাশাপাশি ছিলেন ছিলেন সুব্রত বক্সি, প্রশান্ত কিশোর।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মালদহে একটি আসনও পায়নি তৃণমূল কংগ্রেস। একই অবস্থা হয় ২০১৯-এর লোকসভা নির্বাচনেও৷ ওই জেলার দুটি আসনের একটিও তৃণমূল দখল করতে পারেনি৷ শুধু আসন না পাওয়াই নয়, জেলায় গত কয়েক বছরে ধারাবাহিকভাবে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েই চলেছে৷ ২০২১-এর ভোটে এসবের প্রভাব যাতে না পড়ে সেকারনেই সংগঠনের রদবদল করা হয়েছে বলে তৃণমূলের অন্দরের খবর৷ আগামী দু-তিন দিনের মধ্যেই জেলাস্তরে আলোচনা করে পূর্ণাঙ্গ ব্লক ও অঞ্চল কমিটি ঘোষণা করা হবে।

মালদহে ১২টি বিধানসভা আসন আছে। ২০১৬-তে জেলায় ১১ টি আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। একমাত্র আসন বৈষ্ণবনগর জিতেছিল বিজেপি। এরপর হবিবপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে জিতে জেলায় শক্তি বাড়ায় বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনে জেলার ১২ বিধানসভার মধ্যে ছটিতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি৷ আগামী বিধানসভা নির্বাচনে মালদহে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন:‘দরজা এবার ছোট করছি, বন্ধও করে দেবো’, দলবদল প্রসঙ্গে বোধোদয় দিলীপ ঘোষের

Advt

spot_img
spot_img

Related articles

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...