Monday, May 5, 2025

জমি আন্দোলনের ধাত্রীভূমি নন্দীগ্রামে সোমবার সভা মমতার, পরদিন শুভেন্দুর

Date:

Share post:

এই মুহুর্তে রাজ্য রাজনীতির শিরোনামে নন্দীগ্রাম৷ জমি আন্দোলনের ধাত্রীভূমি নন্দীগ্রামে ‘হাই ভোল্টেজ’ সভা করতে আগামীকাল, সোমবার সেখানে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

আর ঠিক পরদিন, মঙ্গলবার খেজুরিতে ‘জবাবি’ সভার ডাক দিয়েছে বিজেপি৷ থাকবেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

তৃণমূলের পাখির চোখ নন্দীগ্রাম। এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী সম্প্রতি তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে৷ এর ফলে পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের সংগঠনে এবং জেলা রাজনীতিতে ভারসাম্যের কিছুটা অভাব দেখা দিয়েছে৷ শুভেন্দু দল ছাড়ার পরেই তাঁর ভাই সৌমেন্দুকে তৃণমূল সরিয়েছে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে৷ শুভেন্দুর বাবা সাংসদ শিশির অধিকারীকে (Sisir Adhikary) পর পর সরানো হয়েছে দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে৷ জেলার সভাপতির দায়িত্বে আনা হয়েছে মন্ত্রী সোমেন মহাপাত্রকে৷ তবে শুভেন্দুর আর এক ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী আপাতত ‘অক্ষত’ আছেন৷ সোমেন মহাপাত্র জেলার সভাপতি হলেও পূর্ব মেদিনীপুরের তৃণমূলের বর্তমান ‘মুখ’ রামনগরের বিধায়ক অখিল গিরি (Akhil Giri) এবং তাঁর পুত্র জেলা যুব কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরি৷

ওদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও থেমে নেই৷ জেলায় ঘুরে ঘুরে সভা করছেন এবং তৃণমূল ভাঙ্গিয়ে নেতা-কর্মী টেনে আনছেন গেরুয়া শিবিরে৷

ঠিক এই আবহেই নতুন বছরের তৃতীয় সপ্তাহে নন্দীগ্রামে সভা করতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।মমতা বন্দোপাধ্যায় যেখানে সভা করবেন সেই সংসদীয় এলাকা দিব্যেন্দু অধিকারীর। সম্ভবত আগামীকাল মুখ্যমন্ত্রীর সভায় অধিকারী পরিবারের দুই সদস্য, যারা এখনও তৃণমূলে আছেন, তারা কেউই যোগ দেবেন না। জেলা তৃণমূল সূত্রে জানানো হয়েছে, আগামিকাল ১৮ জানুয়ারি নন্দীগ্রামে তিনি সভা করবেন। গত ৭ জানুয়ারি এই নন্দীগ্রামেই মমতার সভা করার কথা ছিল। কিন্তু দলের তরফে তখনে জানানো হয়েছিলো পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কো-অর্ডিনেটর অখিল গিরি করোনা আক্রান্ত হওয়ায় সেই সভায় মমতা বন্দোপাধ্যায় উপস্থিত থাকবেন না। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতাদের বক্তব্য, “মুখ্যমন্ত্রী আসছেন সভা করতে। নন্দীগ্রামের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। জমি আন্দোলনের শহিদদের স্মৃতিতে সম্মান জানাতেই ১৮ জানুয়ারি তাঁর সভা”৷

শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা ঘিরে আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সোমবার মমতা বন্দোপাধ্যায় কি বলেন সে দিকেই চেয়ে রাজনৈতিক মহল।
একইসঙ্গে আগ্রহ তুঙ্গে মমতার সভার পরদিন বিজেপির সভাতেই বা কী বলেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন-একুশের ব্লুপ্রিন্ট সাজাতে আইসিসিআরে বিশেষ বৈঠকে দিলীপ-কৈলাসরা

Advt

spot_img

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...