Wednesday, August 27, 2025

একুশের ব্লুপ্রিন্ট সাজাতে আইসিসিআরে বিশেষ বৈঠকে দিলীপ-কৈলাসরা

Date:

একুশে নির্বাচনকে নজরে রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। বঙ্গ দখলের লড়াইয়ে নিজের মতো করে অংক কষতে শুরু করেছে প্রত্যেকেই। বিজেপির(BJP) তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবারের নির্বাচনে দু’শোর বেশি আসন দখল করবে তারা। তবে কী পদ্ধতিতে এই লক্ষ্য সফল হবে তারই হিসেব কষতে আজ কলকাতার আইসিসিআরে(ICCR) কোর কমিটির বৈঠকে বসলো রাজ্য বিজেপি নেতৃত্ব।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জোনের পর্যবেক্ষক ও বিভিন্ন মোর্চার নেতৃত্বকে নিয়ে রাজ্যের কোর গ্রুপ বৈঠকে বসছে আজ। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya) দিলীপ ঘোষ(Dilip Ghosh) সহ রাজ্যের অন্যান্য শীর্ষ নেতৃত্বদের। সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই বৈঠক। জানা যাচ্ছে নির্বাচনী কৌশল নিয়েই আলোচনা হবে বৈঠকে।

আরও পড়ুন:জোট চাইছেন আব্বাস, কিন্তু সম্ভাবনা কমছে বাধ্য-বাধকতায়

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বাংলায় নির্বাচনের আগে সমস্ত জোনের নেতৃত্বকে নিয়ে এই ধরনের বৈঠক নিশ্চিত ভাবেই গুরুত্বপূর্ণ। বিজেপির দাবি, এই বৈঠক থেকে দলের সমস্ত কর্মীদের নির্দেশ দেওয়া হবে প্রার্থী হতে না পারলেও ভোটে দলকে জেতানোর চেষ্টা করতে হবে সমস্ত কর্মীদের। রণকৌশলের পাশাপাশি কর্মীদের মনোবল চাঙ্গা করতেও এই বৈঠককে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সমস্ত কর্মীদের জানিয়ে দেওয়া হবে নিজেদের কথা না ভেবে তারা যেন দলের কথা ভাবেন। পাশাপাশি এই বৈঠক থেকেই নির্বাচনের ব্লুপ্রিন্ট তৈরি হবে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version