Saturday, November 15, 2025

একুশের ব্লুপ্রিন্ট সাজাতে আইসিসিআরে বিশেষ বৈঠকে দিলীপ-কৈলাসরা

Date:

একুশে নির্বাচনকে নজরে রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। বঙ্গ দখলের লড়াইয়ে নিজের মতো করে অংক কষতে শুরু করেছে প্রত্যেকেই। বিজেপির(BJP) তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবারের নির্বাচনে দু’শোর বেশি আসন দখল করবে তারা। তবে কী পদ্ধতিতে এই লক্ষ্য সফল হবে তারই হিসেব কষতে আজ কলকাতার আইসিসিআরে(ICCR) কোর কমিটির বৈঠকে বসলো রাজ্য বিজেপি নেতৃত্ব।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জোনের পর্যবেক্ষক ও বিভিন্ন মোর্চার নেতৃত্বকে নিয়ে রাজ্যের কোর গ্রুপ বৈঠকে বসছে আজ। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya) দিলীপ ঘোষ(Dilip Ghosh) সহ রাজ্যের অন্যান্য শীর্ষ নেতৃত্বদের। সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই বৈঠক। জানা যাচ্ছে নির্বাচনী কৌশল নিয়েই আলোচনা হবে বৈঠকে।

আরও পড়ুন:জোট চাইছেন আব্বাস, কিন্তু সম্ভাবনা কমছে বাধ্য-বাধকতায়

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বাংলায় নির্বাচনের আগে সমস্ত জোনের নেতৃত্বকে নিয়ে এই ধরনের বৈঠক নিশ্চিত ভাবেই গুরুত্বপূর্ণ। বিজেপির দাবি, এই বৈঠক থেকে দলের সমস্ত কর্মীদের নির্দেশ দেওয়া হবে প্রার্থী হতে না পারলেও ভোটে দলকে জেতানোর চেষ্টা করতে হবে সমস্ত কর্মীদের। রণকৌশলের পাশাপাশি কর্মীদের মনোবল চাঙ্গা করতেও এই বৈঠককে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সমস্ত কর্মীদের জানিয়ে দেওয়া হবে নিজেদের কথা না ভেবে তারা যেন দলের কথা ভাবেন। পাশাপাশি এই বৈঠক থেকেই নির্বাচনের ব্লুপ্রিন্ট তৈরি হবে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version