Friday, November 14, 2025

বাংলাকে নিয়ে ছিনিমিনি খেললে তা বরদাস্ত করব না: নাম না করে কটাক্ষ মমতার

Date:

নন্দীগ্রামে দাঁড়িয়ে নাম না করে অধিকারী পরিবারের বিরুদ্ধে কটাক্ষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিপুল জনসমাগমে দাঁড়িয়ে তিনি বলেন, “কেউ কেউ একটু ইধার-উধার করছে। আগে তো সুপ্রকাশ গিরির (Suprakash Giri) সঙ্গে লড়, তারপর তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়বে। কেউ কেউ যেতেই পার। তাতে আপনারা চিন্তা করবেন না”।

তিনি বলেন, “কেউ কেউ আমাকে চোর বলছে। কিন্তু আমি তাদের উল্টে চোর বলব না। ওরা জানে না ওরা কী বলছে। ওদের সুস্বাস্থ্য কামনা করি। ওরা শতায়ু হোক। রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রী হন। কিন্তু বাংলাকে নিয়ে ছিনিমিনি খেললে তা বরদাস্ত করব না”।

রাজনৈতিক মহলের মতে, স্পষ্ট ইঙ্গিত শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিকে। তৃণমূল (Tmc) নেত্রী বলেন, রাজনীতিতে তিন ধরনের লোক হয়- লোভী, ভোগী আর ত্যাগী। যারা ত্যাগ করতে জানে তারা কোথাও যাবে না। আর একদলের প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা। সেই টাকা রক্ষা করতে তারা দল ছাড়ছে। বিজেপি (Bjp) ওয়াশিং পাউডার। কালো হয়ে ঢুকবে, সাদা হয়ে বেরিয়ে আসবে।

তেখালি জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম (Nandigram) আন্দোলনের কথা বলেন। তিনি বলেন, “আবু সুফিয়ান, আবু তাহেরের বাড়ি চিনি”। নন্দীগ্রামটা যে তার হাতের তালুর মতো চেনা সেটা স্পষ্ট বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী। “নন্দীগ্রামের শহিদদের কোনদিন ভুলিনি, কোনদিন ভুলব না”। তিনি বলেন, পানীয় জলের জন্য দেড় হাজার কোটি টাকার প্রকল্প তৈরি হচ্ছে। নন্দীগ্রামের বাড়ি বাড়ি পানীয় পৌঁছে যাবে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংবাদমাধ্যমকে ভয় দেখাচ্ছে দিল্লির (বিজেপি) নেতারা। তৃণমূলের যোগাযোগ করেন, বিজেপি ফেক ও ভেক দল।পুলওয়ামা বিজেপির গেম প্ল্যান ছিল। সব হোয়াটসঅ্যাপ বিশ্বাস করবেন না বলেও বার্তা দেন মমতা।

আরও পড়ুন-নন্দীগ্রামে প্রার্থী মমতা: দেখে নিন কীভাবে বিপাকে পড়ল বিজেপি

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version