Saturday, November 15, 2025

ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। বিপাকে বিজেপির পরিযায়ী এবং তৎকাল নেতাদের। যে অভিযোগ তুলে রবিবার তারা তৃণমূলের দিকে কামান দেগেছিলেন, সেই অভিযোগেই বিদ্ধ হলেন তারা। সংবাদমাধ্যমের চোখ এড়াতে পারলেন না বিজেপির অভিযোগকারীরা। এবার কী বলবেন কৈলাশরা?

বিজেপির অভিযোগ ছিল, বিশেষত কৈলাশ বিজয়বর্গী থেকে শিব প্রকাশদের, রবিবার দেশ জুড়ে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল শুধু ফ্রন্ট ওয়ারিয়র বা মেডিক্যাল পার্সনদের। কিন্তু শাসক দলের কয়েকজন বিধায়ক ভ্যাকসিন নিয়েছেন। যা নাকি নীতিগতভাবে ঠিক নয়! এ নিয়ে পাল্টা শাসকদলের বক্তব্য ছিল, যাদের দেওয়া হয়েছে, তাঁরা সকলে রোগী কল্যাণ সমিতির সদস্য। তাঁরাও ফ্রন্ট লাইন ওয়ারিয়র। এনিয়ে রবিবার সারাদিন রাজনৈতিক ফয়দা তোলার কসুর করেনি বিজেপি।

কিন্তু ২৪ ঘন্টার মধ্যে ধরা পড়ল আর এক চিত্র। একটি স্টিল ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তকে। তিনি জামা খুলে বসেছেন টুলে। অর্ধেক আদুল গায়ে। নার্সিং স্টাফ তাঁকে ভ্যাক্সিন দিচ্ছেন। ছবিটি বারাকপুরের বি এন বোস হাসপাতালের। এই ঘটনা সামনে আসার পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ বলেছেন, যা হয়েছে ঠিক হয়নি। বিজেপি এই ঘটনাকে সমর্থন করে না।

আরও পড়ুন:জুটিতে লুটি! আজ ডায়মন্ড হারবারে রোড-শো শোভন-বৈশাখীর

এই ছবি হাতে আসার পরেই চাঞ্চল্য সব মহলে। সস্তার রাজনীতি করতে গিয়ে বিপাকে বিজেপি। প্রশ্ন হলো, বিজেপিতে যোগ দেওয়া শীলভদ্রের ভ্যাক্সিন দেওয়া নিয়ে কৈলাশ-মুকুলরা কী বলেন সেটাই দেখার। রাজনৈতিক মহল বলছে, কৈলাশরা এবার নিজেদের জালেই ফেঁসেছেন।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version