Friday, November 14, 2025

ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। বিপাকে বিজেপির পরিযায়ী এবং তৎকাল নেতাদের। যে অভিযোগ তুলে রবিবার তারা তৃণমূলের দিকে কামান দেগেছিলেন, সেই অভিযোগেই বিদ্ধ হলেন তারা। সংবাদমাধ্যমের চোখ এড়াতে পারলেন না বিজেপির অভিযোগকারীরা। এবার কী বলবেন কৈলাশরা?

বিজেপির অভিযোগ ছিল, বিশেষত কৈলাশ বিজয়বর্গী থেকে শিব প্রকাশদের, রবিবার দেশ জুড়ে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল শুধু ফ্রন্ট ওয়ারিয়র বা মেডিক্যাল পার্সনদের। কিন্তু শাসক দলের কয়েকজন বিধায়ক ভ্যাকসিন নিয়েছেন। যা নাকি নীতিগতভাবে ঠিক নয়! এ নিয়ে পাল্টা শাসকদলের বক্তব্য ছিল, যাদের দেওয়া হয়েছে, তাঁরা সকলে রোগী কল্যাণ সমিতির সদস্য। তাঁরাও ফ্রন্ট লাইন ওয়ারিয়র। এনিয়ে রবিবার সারাদিন রাজনৈতিক ফয়দা তোলার কসুর করেনি বিজেপি।

কিন্তু ২৪ ঘন্টার মধ্যে ধরা পড়ল আর এক চিত্র। একটি স্টিল ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তকে। তিনি জামা খুলে বসেছেন টুলে। অর্ধেক আদুল গায়ে। নার্সিং স্টাফ তাঁকে ভ্যাক্সিন দিচ্ছেন। ছবিটি বারাকপুরের বি এন বোস হাসপাতালের। এই ঘটনা সামনে আসার পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ বলেছেন, যা হয়েছে ঠিক হয়নি। বিজেপি এই ঘটনাকে সমর্থন করে না।

আরও পড়ুন:জুটিতে লুটি! আজ ডায়মন্ড হারবারে রোড-শো শোভন-বৈশাখীর

এই ছবি হাতে আসার পরেই চাঞ্চল্য সব মহলে। সস্তার রাজনীতি করতে গিয়ে বিপাকে বিজেপি। প্রশ্ন হলো, বিজেপিতে যোগ দেওয়া শীলভদ্রের ভ্যাক্সিন দেওয়া নিয়ে কৈলাশ-মুকুলরা কী বলেন সেটাই দেখার। রাজনৈতিক মহল বলছে, কৈলাশরা এবার নিজেদের জালেই ফেঁসেছেন।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version