Tuesday, August 26, 2025

ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। বিপাকে বিজেপির পরিযায়ী এবং তৎকাল নেতাদের। যে অভিযোগ তুলে রবিবার তারা তৃণমূলের দিকে কামান দেগেছিলেন, সেই অভিযোগেই বিদ্ধ হলেন তারা। সংবাদমাধ্যমের চোখ এড়াতে পারলেন না বিজেপির অভিযোগকারীরা। এবার কী বলবেন কৈলাশরা?

বিজেপির অভিযোগ ছিল, বিশেষত কৈলাশ বিজয়বর্গী থেকে শিব প্রকাশদের, রবিবার দেশ জুড়ে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল শুধু ফ্রন্ট ওয়ারিয়র বা মেডিক্যাল পার্সনদের। কিন্তু শাসক দলের কয়েকজন বিধায়ক ভ্যাকসিন নিয়েছেন। যা নাকি নীতিগতভাবে ঠিক নয়! এ নিয়ে পাল্টা শাসকদলের বক্তব্য ছিল, যাদের দেওয়া হয়েছে, তাঁরা সকলে রোগী কল্যাণ সমিতির সদস্য। তাঁরাও ফ্রন্ট লাইন ওয়ারিয়র। এনিয়ে রবিবার সারাদিন রাজনৈতিক ফয়দা তোলার কসুর করেনি বিজেপি।

কিন্তু ২৪ ঘন্টার মধ্যে ধরা পড়ল আর এক চিত্র। একটি স্টিল ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তকে। তিনি জামা খুলে বসেছেন টুলে। অর্ধেক আদুল গায়ে। নার্সিং স্টাফ তাঁকে ভ্যাক্সিন দিচ্ছেন। ছবিটি বারাকপুরের বি এন বোস হাসপাতালের। এই ঘটনা সামনে আসার পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ বলেছেন, যা হয়েছে ঠিক হয়নি। বিজেপি এই ঘটনাকে সমর্থন করে না।

আরও পড়ুন:জুটিতে লুটি! আজ ডায়মন্ড হারবারে রোড-শো শোভন-বৈশাখীর

এই ছবি হাতে আসার পরেই চাঞ্চল্য সব মহলে। সস্তার রাজনীতি করতে গিয়ে বিপাকে বিজেপি। প্রশ্ন হলো, বিজেপিতে যোগ দেওয়া শীলভদ্রের ভ্যাক্সিন দেওয়া নিয়ে কৈলাশ-মুকুলরা কী বলেন সেটাই দেখার। রাজনৈতিক মহল বলছে, কৈলাশরা এবার নিজেদের জালেই ফেঁসেছেন।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version