গ‍্যাব্বায় জয়ের কৃতিত্ত্ব বিরাটের, শাস্ত্রীর এই উক্তিতে শোরগোল ক্রিকেট দুনিয়া

মঙ্গলবার গ‍্যাব্বায় ( gabba) ঐতিহাসিক জয়ের কৃতিত্ত্ব বিরাট কোহলির( virat kohli)। শুনে অবাক হচ্ছেন? হ‍্যা মঙ্গলবার ম‍্যাচ শেষে এমটাই বললেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী (ravi shastri)।

মঙ্গলবার ব্রিসবেনে( Brisbane ) দুরন্ত জয় পায় ভারতীয় দল। সেই জয়ের অভিনন্দন ভেসে যায় টিম ইন্ডিয়া । বিরাট হীন ভারতীয় দলকে দুরন্ত নেতৃত্ব দেন অজিঙ্কে রাহানে। সবাই যখন রাহানেকে কৃতিত্ত্ব দিচ্ছে, ঠিক তখনই উল্টো সুর ভারতের কোচ রবি শাস্ত্রীর গলায়। যা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে ক্রিকেট বিশ্বে।

এদিন ম‍্যাচ শেষে সাংবাদিক সম্ভেলনে শাস্ত্রী বলেন, বিরাট যতই আমাদের দলের অংশ না থাকুক। তাও আমাদের সঙ্গে রয়েছে। কারন এই ভারতীয় টেস্ট দল গত ৫-৬ বছরের তৈরি।” তার ফল এই জয়। এর পরই উত্তাল হয়ে ওঠে ক্রিকেট বিশ্ব।

অনেকেই প্রশ্ন তোলেন এখানে বিরাটের কৃতিত্ত্ব ঠিক কোথায়? পৃতিত্বকালিন ছুটি নিয়ে প্রথম টেস্টের পর দেশে ফিরে আসেন বিরাট। সেই টেস্টে লজ্জাজনকভাবে হারে ভারতীয় দল। এরপর চোট আঘাতে কারণে একের পর এক ক্রিকেটার যখন দল থেকে ছিটকে গিয়েছিল, তখন এই তরুণ তূর্কিদের নিয়ে অস্ট্রেলিয়ার কঠিন বোলারদের নিয়ে একের পর এক ম‍্যাচে রাহানের নেতৃত্বে ঘুরে দাড়িয়েছে । সেখানে সিরিজ জয়ের পর রবি শাস্ত্রীর এরকম উক্তি হাস‍্যকর হয়ে উঠেছে ক্রিকেট বিশ্বে।

আরও পড়ুন:টিম ইন্ডিয়াকে ৫ কোটি টাকা বোনাস ঘোষণা সৌরভের, ভারতীয় দলকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সচিন, বিরাটের

Advt

Previous articleবিমল-বিনয়কে আগামী ভোটে পাহাড় শিক্ষা দেবে, দাবি দিলীপ ঘোষের
Next article‘নোবেল পদকটা দিতে পারেননি মমতা, তাই ‘বঞ্চিত’ শুভেন্দু দল ছেড়েছেন’: খেজুরিতে মদন মিত্র