Monday, January 19, 2026

বিমল-বিনয়কে আগামী ভোটে পাহাড় শিক্ষা দেবে, দাবি দিলীপ ঘোষের

Date:

Share post:

বিমল গুরুং ও বিনয় তামাং, উভয়কেই দার্জিলিং পাহাড়বাসী আগামী বিধানসভা ভোটে শিক্ষা দেবেন বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার শিলিগুড়িতে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে দিলীপ ঘোষ এই কথা বলেছেন। তিনি বলেন, পাহাড়ের মানুষের আবেগ নিয়ে যাঁরাই খেলা করেছে, রাজনীতি করেছেন, তাঁরা বিমল গুরুং হন কিংবা বিনয় তামাং, সবাইকেই এবার দার্জিলিংয়ের সাধারণ মানুষ শিক্ষা দেবেন। এর পরেই দিলীপের দাবি, বিমল-বিনয়ের উপরে বিরক্ত হয়েই পাহাড়ের মানুষ এখন বিজেপির দিকে ঝুঁকেছেন।

কদিন আগেই বিমল গুরুংয়ের দল থেকে একাধিক প্রথম সারির নেতা বিজেপিতে যোগ দেন। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তের হাত থেকে বিজেপির পতাকা নেন স্বরাজ থাপার মতো প্রথম সারির বিমল গুরুংপন্থী নেতাও। আরও কয়েকজন গুরুংপন্থী নেতা শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন বলে দাবি দলের।

এই অবস্থায়, শিলিগুড়িতে এসে জনসভা থেকে দিলীপ ঘোষের ওই ঘোষণায় সেই বিমল গুরুংয়ের দলে ভাঙনের জল্পনা আরও জোরদার হয়েছে। তবে বিজেপি রাজ্য সভাপতি তিন বছর আগে পাহাড়ে গিয়ে হামলার মুখে পড়ার বিষয়টি যে ভোলেননি তা মনে করিয়ে দেন। তাঁর অভিযোগ, পরিকল্পনা করে গুন্ডা লাগানো হয়েছিল তাঁর উপরে হামলার জন্য।

এদিন সভা মঞ্চে যোগদান মেলায় শীর্ষক অনুষ্ঠান হয়। সেখানে তৃণমূল কংগ্রেস থেকে কার্লোস লাকরা ছাড়াও বেশ কিছু সমর্থক বিজেপিতে যোগ দেন।

যদিও বিমল গুরুংয়ের তরফে দিলীপ ঘোষের মন্তব্যের বিষয়ে জানানো হয়েছে, বিজেপি পাহাড়ের মানুষের নিয়ে গত ১০ বছর ধরে যে প্রতারণা করে চলেছে, তার জবাব আগে নেবে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স। বিনয় তামাংয়ের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি পাহাড়ের দাবি ও আবেগকে মর্যাদা দিতে যা যা করবে প্রতিশ্রুতি দিয়েছিল তা করে দেখানোর পরেই দিলীপবাবুর দার্জিলিং নিয়ে কোনও মন্তব্য করার অধিকার রয়েছে।

আরও পড়ুন- দলনেত্রী প্রার্থী হতেই রাতারাতি নন্দীগ্রামে সব দেওয়াল ঐক্যবদ্ধ তৃণমূলের দখলে

Advt

spot_img

Related articles

কৃষ্ণনগরে বিজেপির ‘অবৈধ’ পার্টি অফিস! বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

বিজেপির ক্ষমতা রাজ্যের কোথাও একটু বাড়লে তারা বাংলার মানুষের উপর কী ধরনের অত্যাচার করে, তা ইতিমধ্যে বিভিন্ন ঘটনায়...

সিঙ্গুরে শিল্পের দিশা নেই মোদির ভাষণে! ‘জুমলা’ কটাক্ষে সরব তৃণমূল

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাইভোল্টেজ সভাকে কার্যত ‘দিশাহীন’ এবং ‘জুমলা’ বলে দাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বিজেপি...

সোমে বারাসাতে ‘রণ সংকল্প সভা’, স্বজনহারাদের কথা শুনবেন অভিষেক

নদিয়া জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পর সোমবার উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসাতে হাইভোল্টেজ সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের...

শিল্প নিয়ে একটি কথা নেই: সিঙ্গুরেই বঙ্গ বিজেপির সলিল সমাধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সিঙ্গুরে সভা করার আগে বঙ্গ বিজেপি নেতারা মঞ্চ এমন ভাবে প্রস্তুত করেছিলেন যেন সিঙ্গুরে...