Monday, August 25, 2025

বিমল-বিনয়কে আগামী ভোটে পাহাড় শিক্ষা দেবে, দাবি দিলীপ ঘোষের

Date:

Share post:

বিমল গুরুং ও বিনয় তামাং, উভয়কেই দার্জিলিং পাহাড়বাসী আগামী বিধানসভা ভোটে শিক্ষা দেবেন বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার শিলিগুড়িতে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে দিলীপ ঘোষ এই কথা বলেছেন। তিনি বলেন, পাহাড়ের মানুষের আবেগ নিয়ে যাঁরাই খেলা করেছে, রাজনীতি করেছেন, তাঁরা বিমল গুরুং হন কিংবা বিনয় তামাং, সবাইকেই এবার দার্জিলিংয়ের সাধারণ মানুষ শিক্ষা দেবেন। এর পরেই দিলীপের দাবি, বিমল-বিনয়ের উপরে বিরক্ত হয়েই পাহাড়ের মানুষ এখন বিজেপির দিকে ঝুঁকেছেন।

কদিন আগেই বিমল গুরুংয়ের দল থেকে একাধিক প্রথম সারির নেতা বিজেপিতে যোগ দেন। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তের হাত থেকে বিজেপির পতাকা নেন স্বরাজ থাপার মতো প্রথম সারির বিমল গুরুংপন্থী নেতাও। আরও কয়েকজন গুরুংপন্থী নেতা শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন বলে দাবি দলের।

এই অবস্থায়, শিলিগুড়িতে এসে জনসভা থেকে দিলীপ ঘোষের ওই ঘোষণায় সেই বিমল গুরুংয়ের দলে ভাঙনের জল্পনা আরও জোরদার হয়েছে। তবে বিজেপি রাজ্য সভাপতি তিন বছর আগে পাহাড়ে গিয়ে হামলার মুখে পড়ার বিষয়টি যে ভোলেননি তা মনে করিয়ে দেন। তাঁর অভিযোগ, পরিকল্পনা করে গুন্ডা লাগানো হয়েছিল তাঁর উপরে হামলার জন্য।

এদিন সভা মঞ্চে যোগদান মেলায় শীর্ষক অনুষ্ঠান হয়। সেখানে তৃণমূল কংগ্রেস থেকে কার্লোস লাকরা ছাড়াও বেশ কিছু সমর্থক বিজেপিতে যোগ দেন।

যদিও বিমল গুরুংয়ের তরফে দিলীপ ঘোষের মন্তব্যের বিষয়ে জানানো হয়েছে, বিজেপি পাহাড়ের মানুষের নিয়ে গত ১০ বছর ধরে যে প্রতারণা করে চলেছে, তার জবাব আগে নেবে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স। বিনয় তামাংয়ের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি পাহাড়ের দাবি ও আবেগকে মর্যাদা দিতে যা যা করবে প্রতিশ্রুতি দিয়েছিল তা করে দেখানোর পরেই দিলীপবাবুর দার্জিলিং নিয়ে কোনও মন্তব্য করার অধিকার রয়েছে।

আরও পড়ুন- দলনেত্রী প্রার্থী হতেই রাতারাতি নন্দীগ্রামে সব দেওয়াল ঐক্যবদ্ধ তৃণমূলের দখলে

Advt

spot_img

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...