বাজেট অধিবেশন, ৩০ জানুয়ারি সর্বদল বৈঠক ডাকলেন মোদি

১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবে কেন্দ্রের এনডিএ সরকার। তার আগে সংসদ স্বাভাবিক গতিতে চালাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদল বৈঠক ডাকলেন ৩০ জানুয়ারি।

আরও পড়ুন-করোনা আক্রান্ত, অসুস্থ শরীরেই বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ মেয়ে পৌলমীর

২৯ জানুয়ারি সংসদের যৌথ অধিবেশন। সেখানে রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। তার আগে নিশ্চিতভাবে স্পিকার সব দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন। উদ্দেশ্য সংসদের অধিবেশন বাধাহীনভাবে চালানো। কারণ, এই অধিবেশন যে কৃষিনীতি আর কৃষকদের বিক্ষোভের প্রশ্ন নিয়ে উত্তাল হবে, তা বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে ভোট প্রচার ও ভোট পর্বও ঘুরে ফিরে সংসদকে উত্তপ্ত করবে নিশ্চিত।

বাজেট অধিবেশন চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ৮মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত।