Monday, November 10, 2025

আসছেন মুখ্য নির্বাচন কমিশনার, গ্রেফতারি পরোয়ানার কার্যকর করা নিয়ে চাপে প্রশাসন

Date:

তিন দিনের সফরে আজ, বুধবার রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন আধিকারিক (Chief Election Officer) সুনীল আরোরা (Sunil Arora)। সঙ্গে ফুল বেঞ্চ। এই তিন দিন তাঁরা প্রশাসনের আধিকারিক নোডাল অফিসার এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই সন্ত্রাস এবং তার প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা অন্যতম বড় ইস্যু। আর কমিশন রাজ্যের মাটিতে পা রাখার আগে যা নিয়ে সবচেয়ে বড় মাথা ব্যাথা রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিদের।

সূত্রের খবর, রাজ্যজুড়ে ৫০ হাজার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা (non-bailable warrants) কার্যকর করা এখনও বাকি।উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনের রাজ্য সফরের পর থেকে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ১০ হাজার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা গিয়েছে। যা কিন্তু কমিশনকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

ইতিমধ্যেই সিআরপিএফের (CRPF) আইজি পিকে সিং, বিএসএফের (BSF) আইজি একে সিং এবং রাজ্য পুলিশের এডিজি (ADG) আইন-শৃঙ্খলার সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) আরিজ আফতাব (Ariz Aftab)। নির্বাচনে বাহিনীর পর্যাপ্ততা নিয়ে তাঁদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর।

অন্যদিকে, করোনা আবহে এবার প্রায় ৩০ হাজারের বেশি বুথ বৃদ্ধি পেতে চলেছে রাজ্যজুড়ে। সেক্ষেত্রে গত লোকসভা নির্বাচনের তুলনায় এবার ৩০ শতাংশ বাহিনী অতিরিক্ত প্রয়োজন পড়বে বলে জানা গিয়েছে। অতিরিক্ত বুথগুলি চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে বলেও খবর। এর আগে উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনের (Sudip Jain) নির্দেশ মতো, আমফানে ক্ষতিগ্রস্ত স্কুলগুলি মেরামতির জন্য শীঘ্রই দরপত্র ডাকার কাজ শুরু হবে।

আরও পড়ুন-আজ থেকে রাজ্যে ৩দিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, একনজরে কর্মসূচি

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version