মৃত কলেজ ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান অগ্নিমিত্রাকে

ফাইল ছবি

হাওড়ায় নিহত কলেজ ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়লেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। ‘গো ব্যাক’ স্লোগানের মুখেও পড়তে হয় অগ্নিমিত্রাকে।

মঙ্গলবার নাজিরগঞ্জে মৃত রুকসানা খাতুনের পরিবারের সঙ্গে দেখা করতে যান অগ্নিমিত্রা পল। ১১ দিন নিখোঁজ ছিল ওই কলেজ ছাত্রী। গত সপ্তাহে বাড়ির সামনে পুকুরে পাওয়া যায় রুকসানা খাতুনের মৃতদেহ।

ওই কলেজ ছাত্রীর হত্যার অভিযোগ দায়ের করেছে পরিবার। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। পাল্টা অবরোধ তুলতে লাঠি চালায় পুলিশ। ছোড়ে কাঁদানি গ্যাস।

হাওড়ার সাঁকরাইলে গিয়ে অগ্নিমিত্রা বলেন, ‘আমরা রাজনীতি করতে আসিনি। নিহত কিশোরীর জন্য সুবিচার দাবি করতে এসেছি। কিন্তু তৃণমূল আমাদের ঢুকতে দিন না। আমরা আইনি পথে এই লড়াই লড়বো।’

পাল্টা অগ্নিমিত্রা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা মাসুদ খান। তিনি বলেন, ‘তৃণমূলের কেউ বিজেপি নেতাদের বাধা দেয়নি। স্থানীয় মানুষই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন।’

আরও পড়ুন : ভোটার লিস্টে ঢুকেছে ৩-৪ লাখ অনুপ্রবেশকারীর নাম : দিলীপ

Advt

Previous articleঅসম বিধানসভা নির্বাচনে বিজেপিকে টক্কর দিতে মহাজোট গড়ল কংগ্রেস
Next article২০২১ আইপিএলে সিএসকে তে খেলবেন না ভাজ্জি