বৃহস্পতিবার আইএসএলে ( isl) চেন্নাইয়ান এফসির ( chennaiyin fc) বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান ( atk mohunbagan)। এই মুহুর্তে ১১ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে বাগান ব্রিগেড। চেন্নাইয়ান ম্যাচে তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে চান বাগান কোচ হাবাস ( habas)।

শেষ ম্যাচে এফসি গোয়ার( fc goa) বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করেছিল এটিকে এমবি। যা কিছুটা চিন্তায় রাখছে হাবাসকে। তবে এই নিয়ে বেশি ভাবতে চাননা তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন,” আইএসএল অনেক বড় টুর্নামেন্ট। কখনো দল ভাল খেলবে, কখনো খারাপ। তবে আমাদের আক্রমণ ভাগ আরও ভাল করতে হবে। শেষ কয়েক ম্যাচ ধরে সেরকম গোল পাচ্ছে না বাগান শিবির। যা চিন্তায় রাখছে হাবাসকে।
বৃহস্পতিবার প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। চেন্নাইয়ানের বিরুদ্ধে নামার আগে সর্তক হাবাস। চেন্নাইয়ান সম্পর্কে হাবাস বলেন, ” চেন্নাই ভাল দল। দলে অনেক ভারসাম্য আছে। আমরা যদি ছোট ছোট বিষয় গুলির ওপর নজর দেই তো, আমরা জয় পেতেই পারি।

আরও পড়ুন:১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট মহারাজ
