Friday, November 21, 2025

মুকুলকে কেন গ্রেপ্তার দরকার, চিঠিসহ বিস্ফোরক পোস্ট কুণালের

Date:

Share post:

নিজের 2014 সালে লেখা চিঠির অংশ। আর এখন কলকাতা সি এম এম কে লেখা সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির সার্টিফায়েড কপির কিছু অংশ।

এই দুই বিষয় পোস্ট করে মুকুল রায়ের (Mukul roy) গ্রেপ্তার চেয়েছেন কুণাল ঘোষ ( kunal ghosh)। তিনি লিখেছেন-

মুকুল রায়কে গ্রেপ্তার করে তদন্ত চাই কেন?
দিলীপ ঘোষ ( dilip ghosh) ভেবে দেখবেন।

আমি মনে করি মুকুল রায়কে হেপাজতে না নিলে সারদা তদন্ত অসম্পূর্ণ থাকবে।

এটা আমি আজ বলছি না। 2013 সাল থেকে বলছি।

ছোট একটি উদাহরণ: আমি তখন বলেছিলাম সুদীপ্ত সেনের “পালিয়ে যাওয়া” স্বাভাবিক নয়। ষড়যন্ত্র। আমাকে বলি করা হচ্ছে। রাজীবকুমারের সিট তখন কথা শুনতে চায়নি। আমাকে কলঙ্কিত করা হয়েছিল।

আজ এতকাল বাদে সারদা কর্তা সুদীপ্ত সেন জেল থেকে বিচারককে লেখা চিঠিতে বলেছেন,” মুকুল রায় আমাকে তখন বলেছিলেন ঐ চিঠি লিখে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকতে। উনি কেডিসিংএর আলকেমিস্টকে সুবিধে করে দিতে, আর ওঁর প্রতিপক্ষদের বদনাম করতে আমাকে ব্যবহার করেছিলেন। আমি ফাঁদে পড়ে ভুল করেছিলাম। সারদা গোষ্ঠী আর আমার ক্ষতি হয়ে গেল।
ওঁকে আমি বিশ্বাস করেছিলাম। পরে দেখলাম উনি অ্যালকেমিস্টের হয়ে কাজ করছেন।”
কোর্টের কেস রেকর্ড থেকে আমি এই নথির সার্টিফায়েড কপি তুলেছি।

এই পোস্টে আমি 2014 সালে দমদম জেল থেকে সিবিআই ও ইডিকে লেখা সবিস্তার চিঠিটির সামান্য অংশ দিলাম।

আর 2020 সালে সুদীপ্ত সেনের বিচারককে লেখা চিঠির সামান্য অংশ দিলাম।
সেদিন সুদীপ্ত সেন কারুর কথায় মুখে কুলুপ এঁটে বসেছিলেন। আজ লিখছেন সবটা।

সেদিন আমি একবর্ণ ভুল বলিনি।
যতদিন যাবে সব প্রমাণ হবে। সবাই সব বুঝবেন।

আমি সুদীপ্ত সেনের বয়ানকে ধ্রুবসত্য ধরি না।
কিন্তু তদন্ত চাই।
কথা যখন মিলছে, তাহলে সময় নষ্ট না করে তদন্ত হোক।

সারদা, নারদ তদন্ত এড়াতেই মুকুলদা বিজেপিতে ঢুকে বসে আছে।
দিলীপ ঘোষসহ বিজেপি নেতাদের বলব, আপনাদের সঙ্গে আমাদের মতাদর্শগত ও রাজনৈতিক লড়াই চলছে চলুক। কিন্তু এরকম যারা ভালোবেসে বিজেপি যায়নি; স্রেফ নিজেদের স্বার্থে তদন্ত এড়াতে বিজেপিকে আশ্রয় হিসেবে ব্যবহার করছে, ক্ষমতা দখলের ভুল নেশায় তাদের ব্যক্তিস্বার্থ সফল হতে দেবেন না।

মুকুল রায়কে অবিলম্বে হেফাজতে নিয়ে জেরা প্রয়োজন।

 

spot_img

Related articles

এসএসসি ভেরিফিকেশনে অনুপস্থিত উত্তীর্ণরা: খুলবে অনুত্তীর্ণদের পথ!

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সচেষ্ট স্কুল সার্ভিস...

নিম্নচাপের কাঁটা: তাপামাত্রা বৃদ্ধি ও বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত এবার জাঁকিয়ে শীতের প্রবেশে সবথেকে বড় বাধা। পশ্চিমের ঠাণ্ডা বাতাস, বঙ্গোপসাগরের (Bay of...

কাজে গাফিলতি! বেলেঘাটার ৭ বিএলও-কে শোকজ কমিশনের

এস আই আর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে মারাত্মক গাফিলতি ধরা পড়ায় কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন...

কলকাতা মেট্রোয় ফের বিপত্তি: আত্মহত্যার চেষ্টা নেতাজি ভবন স্টেশনে

ভরদুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনের...