কৃষি আইন নিয়ে সমস্যা কাটার ইঙ্গিত?

কৃষি আইন (farm law) নিয়ে জট কি কিছুটা কাটতে চলেছে? কেন্দ্র (centre) ও কৃষক সংগঠনের (farmers organisations) দশম রাউন্ডের বৈঠকের পর এই প্রথম সেরকম ইঙ্গিত পাওয়া গেল। জানা গিয়েছে, আইন পুরোপুরি প্রত্যাহারে রাজি না হলেও আগামী দেড় বছর ৩টি বিতর্কিত কৃষি আইন কার্যকর করা হবে না বলে প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রের সঙ্গে দশম দফার বৈঠকের পর এই দাবি করেছেন আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের একাংশ। এদিনের বৈঠকের পরে কৃষক নেতা বালকিসান সিংহ ব্রার বলেন, দশম দফার বৈঠকে নতুন প্রস্তাব দিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট নিযুক্ত প্যানেলের পর্যালোচনা চালাকালীন দেড় বছর পর্যন্ত তিনটি কৃষি আইন মুলতুবি রাখা যেতে পারে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটিকে দু’মাসের মধ্যে কৃষিক্ষেত্রে সংস্কার সংক্রান্ত তিনটি আইন পর্যালোচনা করে সুপারিশ পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষক সংগঠনগুলি বলেছে, কেন্দ্রের নয়া প্রস্তাব সম্পর্কে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে। পাশাপাশি তাদের দাবি, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্র্যাক্টর মিছিল নিয়েও কেন্দ্র ‘নরম মনোভাব’ দেখিয়েছে। বুধবার সুপ্রিম কোর্টে প্রজাতন্ত্র দিবসের দিনে ট্রাক্টর মিছিল সংক্রান্ত মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে দিল্লি পুলিশকে।

আরও পড়ুন- তৃণমূলে ‘কর্মচারী’, বিজেপি-তে ‘সহকর্মী’, রাজীব-প্রবীরকে বিজেপিতে আহ্বান শুভেন্দুর

Advt

Previous articleবিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব এসএফআই
Next articleআমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বাইডেন, টুইটে শুভেচ্ছা নমোর