থাইল্যান্ড ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু,শ্রীকান্ত

থাইল্যান্ড ওপেনের ( Thailand open) প্রথম রাউন্ডে স্ট্রেট গেমে জয় পেলেন পি ভি সিন্ধু( PV Sindhu)। মঙ্গলবার তিনি হারালেন বুসানন ওংবামরুংফানকে। ম‍্যাচের ফলাফল ২১-১৭, ২১-১৩,। বুসাননের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বেশিবারই জয় পান সিন্ধু।

এদিন ম‍্যাচ জিতে সিন্ধু বলেন, এই জয়ে আমি খুশি। দারুণ হয়েছে এই ম‍্যাচটা। গত সপ্তাহের প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলাম। তাই এই জয়টা খুব দরকার ছিল।” দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধুর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার সুং জি হিউন বা সোনিয়া চিয়া।

থাইল‍্যান্ড ওপেনে পুরুষদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডে জয় পেলেন কিদাম্বি শ্রীকান্ত।( kidambi srikanth)। তিনি হারালেন সিত্তিকম তামাসিনকে। ম‍্যাচের ফলাফল ২১-১১, ২১-১১।

আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়ের আসল ‘কারিগর’ দ্রাবিড়, বলছে ক্রিকেট বিশ্ব

Advt