Friday, November 14, 2025

কৃষকদের ট্রাক্টর মিছিল রুখতে কেন্দ্রের আবেদনে সাড়া দিল না শীর্ষ আদালত

Date:

একের পর এক বৈঠক ব্যর্থ। তিনটি কৃষি আইন(Farm law) বাতিলের দাবিতে অনড় কৃষকরা কেন্দ্রকে জোর ধাক্কা দিতে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে ট্রাক্টর মিছিলের(tractor parred) ডাক দিয়েছেন। সেই মিছিল আটকাতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র সরকার(central government)। বুধবার এই মামলা প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত(Supreme court)। পাশাপাশি আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কৃষকদের মিছিল সংক্রান্ত বিষয়ে কোনোভাবেই দখলদারি করবে না আদালত। এটা পুলিশের এক্তিয়ারভুক্ত বিষয়।

লাগাতার আন্দোলন ও বিক্ষোভ চলার পর সরকারের কোনো রকম হেলদোল দেখা যায়নি কৃষি আইন বাতিল সংক্রান্ত বিষয়ে। এরপরই সম্প্রতি কৃষক সংগঠনগুলির তরফে ঘোষণা করে দেওয়া হয় ২৬ জানুয়ারি রাজধানীর বুকে ট্রাক্টর মিছিল করবেন কৃষকরা। প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের এহেন ঘোষণায় রীতিমতো চাপে পড়ে যায় সরকার। এই কর্মসূচি রুখতে অতঃপর শীর্ষ আদালতের দ্বারস্থ হয় নয়াদিল্লি। বুধবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি এসএ বোবদে (SA Bobde), বিচারপতি এএস বোপান্না (AS Bopanna) ও ভি রামাসুব্রমণিয়নের (V Ramasubramanian) ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন:মুসলিমরাও রামমন্দির নির্মাণে অর্থ দিচ্ছে, তসলিমার টুইট ঘিরে বিতর্ক

দু’পক্ষের বক্তব্য শোনার পর দেশের শীর্ষ আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, এই বিষয়ে আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না। আশেপাশে কেন্দ্রীয় সরকারের তরফে মিছিল আটকানোর জন্য যে মামলা করা হয়েছিল সেটাও তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, এ বিষয়ে সম্পূর্ণরূপে সিদ্ধান্ত নেবে দিল্লি পুলিশ। প্রসঙ্গত, ২৬ জানুয়ারির ট্রাক্টর মিছিলের জন্য দিল্লি পুলিশের থেকে এখনও পর্যন্ত কোনও রকম অনুমতির আবেদন করেননি কৃষকরা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version