প্রণামের হিড়িক! ‘দাপুটে ‘ সুশান্তর জনসংযোগে কপালে ভাঁজ বিরোধী শিবিরে

এখনো যে তিনি ফুরিয়ে যাননি তার প্রমাণ মিলল। সিপিআইএম নেতা সুশান্ত ঘোষের গলার স্বর শোনার মাত্রই এগিয়ে এসেই প্রণাম। শুরু হলো প্রণামের হিড়িক। কুশল বিনিময়। রাজ্যে তৃণমূল-বিজেপির লড়াইয়ের মাঝে প্রাক্তন মন্ত্রী তথা ‘দাপুটে’ সিপিআইএম নেতা সুশান্ত ঘোষের নিজস্ব রীতির জনসংযোগ ঘিরে চিন্তিত পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ও বিজেপি শিবির।

বাম জমানার ৩৪ বছরের মধ্যে ৩২ বছর বিধায়ক ছিলেন সুশান্ত ঘোষ। সিপিআইএমের তরফে এখন তাঁর হাতে জঙ্গলমহলের দুটি জেলা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের দায়িত্ব। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ার একাংশের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। সবমিলে প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের জনসংযোগ কর্মসূচিতে সাড়া পড়ছে। এমনই ছবি হচ্ছে ভাইরাল।

আরও পড়ুন- দিলীপ ঘোষের কাট আউটে পানের পিক শিলিগুড়িতে, বিক্ষোভ বিজেপির

Advt