দিলীপ ঘোষের কাট আউটে পানের পিক শিলিগুড়িতে, বিক্ষোভ বিজেপির

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাট আউটে পানের পিক ফেলার ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ শিলিগুড়িতে। মঙ্গলবার দুপুরের ঘটনা। এদিন শিলিগুড়ির বাঘা যতীন পার্কে বিজেপির রাজ্য সভাপতির জনসভার জন্য নানা এলাকায় কাট আউট ছিল। তারই একটিতে কে বা কারা পানের পিক ফেলে চলে যায়। তা দেখার পরেই তৃণমূলকে কাঠগড়ায় তুলে বিক্ষোভে নামে বিজেপি। দোষীদের গ্রেফতারের দাবি জানায়।
তৃণমূল অবশ্য এমন রুচিহীন কাজ বিজেপির কিছু লোক করে বলে অভিযোগ করেছে। তৃণমূলের বক্তব্য, উত্তরকন্যা অভিযানের পরে বিজেপির লোকজন কীভাবে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স জ্বালিয়ে দেয় তা শিলিগুড়ি বাসী দেখেছেন। তৃণমূলের এক জেলা নেতা জানান, বিজেপির কিছু অসভ্য এসব করে বাজার গরম করতে চাইছে।

আরও পড়ুন- ট্রাউ এফসির বিরুদ্ধে পিছিয়ে থেকে ড্র মহামেডানের

Advt

Previous articleট্রাউ এফসির বিরুদ্ধে পিছিয়ে থেকে ড্র মহামেডানের
Next article২৩শে জানুয়ারি দেশপ্রেম দিবস নয় কেন, প্রশ্ন সুজনের