২৩শে জানুয়ারি দেশপ্রেম দিবস নয় কেন, প্রশ্ন সুজনের

২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ‘পরাক্রম দিবস’ পালন করবে কেন্দ্র। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তার পরেই কোচবিহারে সাংবাদিক সম্মেলন করে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী তোপ দাগলেন কেন্দ্রীয় সরকারের ওপর। তিনি বলেন, এই দিন কে আমরা সহ প্রত্যেকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে চেয়েছিলাম। কিন্তু ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষিত হল।

তাঁর অভিযোগ, বিজেপি আর রাজ্যের তৃণমূল দুই দলই মনীষীদের শুধু ভোটের জন্য ব্যবহার করে। কোথাও দেখা যায়, অমিত শাহ শান্তিনিকেতনের ঢুকে রবীন্দ্রনাথের চেয়ারে বসে পড়েছেন। স্বামী বিবেকানন্দের নামের ওপর ভাইপোর ছবি দেখা যায় এবং বর্তমানে বিধানসভা নির্বাচনের আগে নেতাজি কে নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি। কেননা বিজেপির সাহস নেই দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার। এর পরেই সুজনের পরামর্শ, মোদি যেন নিজেকে খুব বড় মনে না করেন।

আরও পড়ুন- দিলীপ ঘোষের কাট আউটে পানের পিক শিলিগুড়িতে, বিক্ষোভ বিজেপির

Advt

Previous articleদিলীপ ঘোষের কাট আউটে পানের পিক শিলিগুড়িতে, বিক্ষোভ বিজেপির
Next articleপ্রণামের হিড়িক! ‘দাপুটে ‘ সুশান্তর জনসংযোগে কপালে ভাঁজ বিরোধী শিবিরে