Sunday, August 24, 2025

পূর্ব রেলের(Eastern Rail) লোকাল ট্রেনের (local train) কামরায় এবার থেকে নিয়মিত বাজবে রবীন্দ্রসংগীত (Rabindra sangeet)৷ ট্রেন যাত্রার একঘেয়েমি কাটাতেই পূর্ব রেলের লোকাল ট্রেনের সব কামরায় বাজানো হবে রবীন্দ্রসংগীত। পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷ বিধানসভা ভোটের মুখে হঠাৎ রেলের এই সিদ্ধান্তের পিছনে রাজনীতি আছে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি (BJP)।

রাজ্যে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর শহরের ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসংগীত বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। এদিন রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy) বলেছেন, বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
কাজের ধারা নকল করছে। এতে তৃণমূলেরই লাভ৷ এসব চমক ভোটের জন্য বলেই মন্তব্য করেছেন মন্ত্রী অরূপ রায়।অন্যদিকে হাওড়া জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা বলেছেন, “এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তৃণমূল তো সবকিছুর মধ্যেই রাজনীতি দেখে। কেন্দ্রের বিভিন্ন জনমুখী প্রকল্পকে তৃণমূল সরকার নিজেদের বলে চালাচ্ছে। মানুষ তা বোঝেন”৷

আরও পড়ুন:লিলি চক্রবর্তীর অবস্থার অবনতি,শরীরে অক্সিজেন কমছে, হাসপাতালে স্থানান্তরিত

করোনা-কারনে দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা।গত নভেম্বর থেকে ফের শুরু হয় ট্রেন চলাচল। এই মুহুর্তে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ৯০% লোকাল ট্রেন ‘কোভিড প্রোটোকল’ মেনে চালানো হচ্ছে৷ যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধির লক্ষ্যেই লোকাল ট্রেনে রবীন্দ্র সংগীত বাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। প্রথমে পরীক্ষামূলকভাবে ট্রেনের ৮টি কামরায় রবীন্দ্রসঙ্গীত বাজানো হবে৷ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম (DRM) সঞ্জয় কুমার সাহা বলেছেন, লোকাল ট্রেনের প্রতিটা কামরায় যে অ্যানাউন্সিং-সিস্টেম
রয়েছে, সেখানেই বাজবে রবীন্দ্রনাথের গান৷

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version