Sunday, November 2, 2025

বাইডেনের জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পদে বাঙালি কন্যা সুমনা গুহ

Date:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে নজর থাকে গোটা বিশ্বের। এবারের মার্কিন প্রেসিডেন্ট(US president) নির্বাচনে ট্রাম্পকে সরিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন(Joe Biden)। তার মন্ত্রিসভার দিকে অন্যান্য দেশের পাশাপাশি বাড়তি নজর ছিল ভারতেরও। এর অন্যতম কারণ আমেরিকার নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস(Kamala Harris)। তবে তিনি একা নন, বাইডেনের অফিসে একাধিক পদে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরা। জানা গিয়েছে মোট ২০ জন ভারতীয় রয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ পদে। যার মধ্যে আবার একজন বাঙালি, নাম সুমনা গুহ(Sumana Guha)। মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন তিনি।

জানা গিয়েছে, আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর ফর সাউথ এশিয়া হিসেবে ধাকবেন সুমনা গুহ। শুধু দক্ষিণ এশিয়া নয়, মধ্য এশিয়া নিয়েও কাজ করেছেন তিনি। ২০১২-র অগস্টে পলিসি প্ল্যানিং স্টাফ হিসেবে যোগ দেন সুমনা। তথ্য অনুযায়ী, একসময় আফগানিস্তান ও পাকিস্তানের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফিসের সিনিয়র অ্যাডভাইজর হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর প্রোফাইলে রয়েছে ভাইস প্রেসিডেন্টের আফিসে জাতীয় নিরাপত্তা বিষয়ে স্পেশাল অ্যাডভাইজর হওয়ার অভিজ্ঞতাও। মার্কিন স্বরাষ্ট্র সচিবের দফতরে ২০ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছেন তাঁর।

আরও পড়ুন:সময় বরাদ্দ মাত্র ১০মিনিট, কমিশনের কাছে আজ রাজনৈতিক দলের প্রতিনিধিরা

তবে শুধু সুমনা নন, ২০ জন ইন্দো-আমেরিকানকে নিয়ে থাকছেন নতুন এই প্রশাসকের দলে। তাঁদের মধ্যে ১৩ জন মহিলা। প্রত্যেকেই সম্মানিত ও গুরুত্বপর্ণ পদ পেয়েছেন বলে খবর। হোয়াইট হাউস অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভাগের ডিরেক্টর পদে বসতে চলেছেন নীরা ট্যান্ডন। তাঁর বাবা ও মা দুজনেই ভারতীয়। পাবলিক হেলথ সার্ভিস কমিশনে উচ্চপদে কর্মরত ছিলেন মার্কিন সার্জন ড. বিবেক মূর্তি। করোনা পরিস্থিতিতে যে টাস্ক ফোর্স কাজ করবে সেটি সামলানোর দায়িত্ব রয়েছে তাঁর উপর। পাশাপাশি, উজরা জেয়া ট্রাম্পের নীতি মানতে না পেরে ২০১৮ সালে বিদেশ মন্ত্রক ত্যাগ করেন। এনাকে বাইডেন শান্তিস্থাপন জোটের সিইও করেছেন। মালা আডিগা জো বিডেনের স্ত্রী জিল বিডেনের সিনিয়র অ্যাডভাইসর হিসেবে নিযুক্ত হয়েছেন। আর এক কাশ্মীরি কন্যা সমিরা ফাজিলি অর্থনৈতিক এজেন্সির দায়িত্ব সামলাবেন। গৌতম রাঘবন নামে আর এক ভারতীয় বংশোদ্ভূত আগে ওবামার সঙ্গে কাজ করেছেন। বাইডেনের সঙ্গেও এবার তিনি কাজ করতে চলেছেন।

Related articles

বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে ছুটল অ্যাম্বুল্যান্স, মৃত ২

বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় সিগন্যাল ভেঙে ছুটল একটি অ্যাম্বুল্যান্স। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। সামনে দাঁড়িয়ে...

SIR-এর ছদ্মবেশে NRC! বৈধ ভোটারের ভোটাধিকার কাড়ার বিরুদ্ধে গর্জে উঠে গণমঞ্চ

রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই টানা আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ দেশ বাঁচাও গণমঞ্চের। সেখানেই কেন্দ্রের সরকারের এসআইআর (SIR)...

ক্রিকেটের একটি ফর্ম্যাট থেকে অবসর, কোন দুই ফর্ম্যাটে খেলবেন উইলিয়ামসন?

গত বছরই  টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে ছিলেন বিরাট কোহলি, এবার  করলেন তাঁর বন্ধু কেন উইলিয়ামসন(Kane Williamson...

বাংলাকে কালি মাথাতে গিয়ে পোল খুলল বেহাল আমেদাবাদের: ডিলিট BJP-র পোস্ট!

অপপ্রচারের রাজনীতি বিজেপির স্বতঃসিদ্ধ। একাধিক ঘটনায় এই অপপ্রচার করতে গিয়ে দলের মুখ পুড়িয়েছে বিজেপির আইটি সেল (IT cell)।...
Exit mobile version