জেলবন্দি আরজেডি (Rjd )প্রধান লালুপ্রসাদ যাদব (Laluprasad yadav) ফের অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে রাঁচি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ( Rachi Institute of Medical Sciences) ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, লালুপ্রসাদের হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়। এরপর জেল থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় হাসপাতালে।

আরও পড়ুন:ফ্রেরুয়ারিতে ২দিনের সফরে ফের নন্দীগ্রামে যেতে পারেন মমতা
চিকিৎসাধীন লালুপ্রসাদকে দেখতে যান ঝাড়খণ্ডের ( Jharkhand) স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, লালুর শারীরিক অবস্থার প্রতি লক্ষ্য রাখা হচ্ছে। কোনও ঝুঁকি না নিয়ে চিকিৎসকরা ইতিমধ্যে লালুর করোনা পরীক্ষা করেছেন। সেই রিপোর্ট নেগেটিভ। পাশাপাশি এক্সরে (Xray) করা হয়েছে।
