Friday, November 14, 2025

নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া হল মাতাবেন একঝাঁক শিল্পী

Date:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তীতে নয়া ঘোষণা করেছে মোদি সরকার। এবার থেকে প্রতি বছর নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেে কেন্দ্র সরকার। এর সূচনায়
শনিবার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেলে ভিক্টোরিয়া হলে যোগ দেবেন বিশেষ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠানকে অন্যতম মাত্রা দিতে ওই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ঊষা উত্থুপ, পাপন, সোমলতা এবং অন্বেষা-সহ আরও অনেক শিল্পী ।
অন্যান্য অনুষ্ঠান সেরে বিকেল সাড়ে চারটের মধ্যে ভিক্টোরিয়ায় পৌঁছাবেন মোদি । নেতাজি নিয়ে তৈরি গানের সুরে মাতাবেন রাজস্থান এবং বাংলার ড্রামবাদকরা। ওই দিন এভাবেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে । ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘কদম কদম বাড়ায়ে যা’ শীর্ষক সুরের তালে অংশ নেবে বাংলার প্রায় ৭৫ জন শিশু। এরপর মঞ্চ মাতাবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ। তিনি তার দৃপ্ত কন্ঠে মাধুর্যে পরিবেশন করবেন ‘একলা চলো রে’ গানটি। এরপর পাপনের কন্ঠে শোনা যাবে ‘সুভাষজি সুভাষজি’ গান । ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান পরিবেশন করবেন সৌম্যজিৎ এবং সৌরেন্দ্র।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর সাড়ে পাঁচটা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলন করবেন প্রধানমন্ত্রী । বক্তব্য রাখবেন রাজ্যপাল জগদীপ ধনকড়  (Jagdeep Dhankhar) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বক্তৃতা দেবেন। ৫টা ৪১ নাগাদ ‘লেটার অফ নেতাজি (১৯২৬-১৯৩৬)’ বই প্রকাশ হবে ওই মঞ্চে। দশজন শহিদকে সম্মান জানানো হবে। সন্ধে ৬টা নাগাদ বক্তব্য রাখবেন মোদি।
সব ঠিকঠাক থাকলে সন্ধে ৬.৪৫ নাগাদ ওই মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন ঊষা উত্থুপ, পাপন, সৌম্যজিৎ, অন্বেষা, সোমলতা-সহ একাধিক শিল্পী। অনুষ্ঠান শেষে সন্ধে ৭টায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version