Saturday, August 23, 2025

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তীতে নয়া ঘোষণা করেছে মোদি সরকার। এবার থেকে প্রতি বছর নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেে কেন্দ্র সরকার। এর সূচনায়
শনিবার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেলে ভিক্টোরিয়া হলে যোগ দেবেন বিশেষ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠানকে অন্যতম মাত্রা দিতে ওই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ঊষা উত্থুপ, পাপন, সোমলতা এবং অন্বেষা-সহ আরও অনেক শিল্পী ।
অন্যান্য অনুষ্ঠান সেরে বিকেল সাড়ে চারটের মধ্যে ভিক্টোরিয়ায় পৌঁছাবেন মোদি । নেতাজি নিয়ে তৈরি গানের সুরে মাতাবেন রাজস্থান এবং বাংলার ড্রামবাদকরা। ওই দিন এভাবেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে । ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘কদম কদম বাড়ায়ে যা’ শীর্ষক সুরের তালে অংশ নেবে বাংলার প্রায় ৭৫ জন শিশু। এরপর মঞ্চ মাতাবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ। তিনি তার দৃপ্ত কন্ঠে মাধুর্যে পরিবেশন করবেন ‘একলা চলো রে’ গানটি। এরপর পাপনের কন্ঠে শোনা যাবে ‘সুভাষজি সুভাষজি’ গান । ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান পরিবেশন করবেন সৌম্যজিৎ এবং সৌরেন্দ্র।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর সাড়ে পাঁচটা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলন করবেন প্রধানমন্ত্রী । বক্তব্য রাখবেন রাজ্যপাল জগদীপ ধনকড়  (Jagdeep Dhankhar) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বক্তৃতা দেবেন। ৫টা ৪১ নাগাদ ‘লেটার অফ নেতাজি (১৯২৬-১৯৩৬)’ বই প্রকাশ হবে ওই মঞ্চে। দশজন শহিদকে সম্মান জানানো হবে। সন্ধে ৬টা নাগাদ বক্তব্য রাখবেন মোদি।
সব ঠিকঠাক থাকলে সন্ধে ৬.৪৫ নাগাদ ওই মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন ঊষা উত্থুপ, পাপন, সৌম্যজিৎ, অন্বেষা, সোমলতা-সহ একাধিক শিল্পী। অনুষ্ঠান শেষে সন্ধে ৭টায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...
Exit mobile version