‘গোলি মারো’ স্লোগানের জের, সরানো হল তৃণমূলের যুব সভাপতিকে

‘গোলি মারো’ স্লোগানের জের! সরানো হল কলকাতা পুরসভার ১১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি সুভাষ সাউকে।

গত সোমবার কলকাতায় বিজেপির মিছিল থেকে হিংসা ছড়ানো হয় বলে অভিযোগ করে তৃণমূল। এর প্রতিবাদ জানাতে মঙ্গলবার টালিগঞ্জে একটি বড় মিছিলও বের করে তারা। যার নেতৃত্বে ছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও মন্ত্রী অরূপ রায়। সেই মিছিল চলার সময় কিছু তৃণমূল কর্মী ‘বঙ্গাল কে গদ্দারো কো গোলি মারো’ বলে স্লোগান দেয়। পরে সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল বিজেপি-সহ অন্য বিরোধী দলগুলিও।

এরপরেই বুধবার চন্দননগরে শুভেন্দু অধিকারীর রোড শো-তে ‘গোলি মারো’ স্লোগান দিয়ে গ্রেফতার হন বিজেপি যুব মোর্চার যুব সভাপতি সুরেশ সাউ, স্বাস্থ্য সেলের আহ্বায়ক রবিন ঘোষ ও ব্যান্ডেল যুব মোর্চার মণ্ডল সভাপতি প্রভাত গুপ্তা। বৃহস্পতিবার তাঁদের আদালতে তোলা হলে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর জেরে প্রশ্ন ওঠে তৃণমূলের মিছিল থেকে একই স্লোগান তোলা হলেও কেন সুভাষ সাউ (Subhas Shaw) কে গ্রেফতার করা হচ্ছে না। এই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখনই জানা গেল সুভাষ সাউকে ১১২ নম্বর ওয়ার্ডের যুব সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন- দেশে ফিরেই বাবাকে শ্রদ্ধা সিরাজের, রাজকীয় অভ‍্যর্থনা রাহানেকে

Advt

 

Previous article‘স্বাস্থ্যসাথী কার্ড’ আসলে তৃণমূলের ‘ভোট কার্ড’, কটাক্ষ শুভেন্দুর
Next articleব্রেকফাস্ট নিউজ