বিরাট, রোহিতদের জন‍্য কড়া ফিটনেস আনল বিসিসিআই

ভারতীয় ক্রিকেটারদের জন‍্য এক নতুন ফিটনেস পরীক্ষা আনল বিসিসিআই ( bcci) । সেই ফিটনেস পরীক্ষায় পাস করলে তবেই দলে সুযোগ পাবেন ক্রিকেটাররা। শুক্রবার এমনটাই জানানো হল বিসিসিআইয়ের তরফ থেকে।

অস্ট্রেলিয়ার( Australia ) বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট আঘাতে জর্জরিত হয় টিম ইন্ডিয়া। সেই কথা মাথায় রেখে এমনটাই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। আগে ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট করানো হত। এবার ইয়ো ইয়ো টেস্টের পাশাপাশি করত হবে স্পিড অ‍্যান্ড এনডিয়েরেন্স পরীক্ষা।

এই পরীক্ষায় ক্রিকেটারদের ২ কিলোমিটার দৌড়াতে হবে একটি নির্দিষ্ট সময়ের মধ‍্যে। ৮ মিনিট ৩০ সেকেন্ডের মধ‍্যে সম্পূর্ণ করতে হবে এই দৌড়। পেসারদের জন‍্য সময়সীমা ৮ মিনিট ১৫ সেকেন্ড।

ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে ইংল‍্যান্ড সিরিজ( England)। ইংল‍্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং টি-২০ সিরিজের আগে এই পরীক্ষায় পাস করতে হবে ক্রিকেটারদের। তবেই দলে সুযোগ পাবেন তারা। সে কথা ইতিমধ্যে ক্রিকেটারদের জানিয়ে দিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন:থাইল‍্যান্ড ওপেনের কোয়‍ার্টার ফাইনালে পিভি সিন্ধু , সমীর বর্মা

Advt

Previous articleঘাসফুল ছেড়ে পদ্মে: অরিন্দমের বিরুদ্ধে মঞ্চ বেঁধে বিক্ষোভের পরিকল্পনা আদি বিজেপির
Next articleসীমান্ত সংঘাত আরও জোরালো, অরুণাচলে চিনা গ্রাম নিয়ে এবার বিবৃতি বেজিংয়ের