Friday, November 14, 2025

নেতাজির জন্মদিবস উদযাপনে একই মঞ্চে তৃণমূল-বাম-কংগ্রেসও

Date:

কোচবিহারে নেতাজির ১২৫তম জন্ম জয়ন্তীর(Netaji birth anniversary) সরকারি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গেল রাজ্যের শাসক দল তৃণমূলের(TMC) জেলার প্রথম সারির নেতাদের সঙ্গে বিরোধী পক্ষ বাম ও কংগ্রেসের(Congress) শীর্ষ নেতাদেরও। সেখানে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, কনফেড চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, প্রাক্তন বনমন্ত্রী সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, সিপিআই(এম)(CPIM) দলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তারিণী রায়, কোচবিহার পুরসভার সিপিআই (এম)এর প্রাক্তন বিরোধী দলনেতা মহানন্দ সাহা সহ ফরওয়ার্ড ব্লকের বর্তমান বিধায়ক নগেন্দ্রনাথ রায়, প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর এবং কংগ্রেসের প্রাক্তন বিধায়ক কেশব রায়কে। শাসক এবং বিরোধী দলের নেতাদের এভাবেই বোধহয় এদিন সৌভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে রাখলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

প্রতি বছর নেতাজির জন্মদিনে বেলা ১২টায় কোচবিহার শহরের সাগরদিঘির পশ্চিম পাড়ে অবস্থিত নেতাজির মূর্তিতে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানান বাম- কংগ্রেস নেতারা। এবছর বেলা সওয়া ১২টায় এখানেই ছিল জেলা প্রশাসনের উদ্যোগে নেতাজিকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান। বিষয়টি আগে থেকে জানা না থাকায় বারোটা বাজতেই এই নেতাজি মূর্তির পাদদেশে পৌঁছে যান বাম ও কংগ্রেসের নেতা কর্মীরা। তারা গিয়ে দেখেন সংশ্লিষ্ট এলাকায় শুরু হবার মুখে এই সরকারি অনুষ্ঠান। অগত্যা রাস্তার পাশেই দাঁড়িয়ে পড়েন বাম- কংগ্রেস নেতা কর্মীরা। বিষয়টি চোখে পড়ে যায় এই অনুষ্ঠানে উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের। এর পর আর কালবিলম্ব না করে হাত ধরেই এই বাম কংগ্রেস নেতাদের মঞ্চে বসতে অনুরোধ করেন তারা।

আরও পড়ুন:নেতাজি স্মরণে বিজেপির “জয় শ্রীরাম” অসভ্যতা, প্রতিবাদে ভাষণ দিলেন না মমতা

এই অনুরোধ ফেলতে পারেননি বাম -কংগ্রেস নেতারা। রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায় সহ কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান তাদেরকে পাশের চেয়ারে বসান। এরপর বেলা সওয়া বারোটা নাগাদ সাইরেন বেজে ওঠে, তারপর শঙ্খ ধ্বনি আর উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। সকলেই একসাথে এদিন ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান নেতাজি সুভাষচন্দ্র বসুকে। এর পর নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান সহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, কনফেড চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায় প্রমুখ। পরে ফরওয়ার্ড ব্লক এর কোচবিহার জেলার সদর দপ্তরের সামনে নেতাজি আবক্ষ মূর্তি তে মালা দিয়ে নিজেদের সংগঠনের কর্মসূচি পালন করেন বাম-কংগ্রেস নেতারা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version