Sunday, November 9, 2025

মমতাকে ‘জয় শ্রীরাম’ লেখা ১ লক্ষ পোস্টকার্ড পাঠাবে বিজেপি

Date:

Share post:

নেতাজি জন্ম জয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ‘জয় শ্রীরাম'(Jay Shri Ram) বিতর্কর ঘটনার মাঝেই এবার নয়া কর্মসূচির পথে হাঁটতে চলেছে বিজেপি(BJP)। বিজেপি তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে আক্রমণাত্মক পথে হেঁটে এবার মমতার ঠিকানায় এক লক্ষ ‘জয় শ্রীরাম’ লেখা পোস্টকার্ড পাঠানো হবে। এই কর্মসূচির উদ্যোক্তা বিজেপি মুখপাত্র তেজিন্দর সিং বাগ্গা। একেবারে সরাসরি নবান্ন কিংবা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পৌঁছে দেওয়া হবে এই কার্ড।

বিজেপির এই কর্মসূচি প্রসঙ্গে তেজিন্দর বলেন, আমরা ইতিমধ্যেই পোস্টকার্ড গুলিতে মমতার নাম এবং ঠিকানা লিখে সাধারণ মানুষের মধ্যে বিলি করা শুরু করেছি। সকলেই সেই কার্ডে জয় শ্রীরাম এবং নিজেদের নাম লিখে পাঠিয়ে দেবেন। পাশাপাশি টুইট করে সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে নিজেদের নিকটবর্তী পোস্ট অফিস থেকে কাঠ সংগ্রহ করে তাতে জয় শ্রীরাম লিখে মমতার ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য। বিজেপির এই কর্মসূচি প্রসঙ্গে তেজিন্দর আরও জানান, জয় শ্রীরাম শুনলেই মমতা বিরক্ত হন একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য দূর্গা পুজোর বিসর্জন বন্ধ করে দিয়েছিলেন একটি সম্প্রদায়ের তোষণ করতে গিয়ে তিনি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন বহুবার।

আরও পড়ুন:যৌন নির্যাতন নিয়ে বম্বে হাইকোর্টের নতুন ব্যাখ্যায় বিতর্ক, শোরগোল

পাশাপাশি ভিক্টোরিয়ার ঘটা সেই বিতর্কিত ঘটনা প্রসঙ্গে তিনি আরো জানান, ‘ভিক্টোরিয়ায় উপস্থিত সাধারণ দর্শক উৎসাহিত হয়ে এই স্লোগান দিয়েছেন। কোনও বিজেপি কর্মী বা নেতারা একাজ করেননি। মমতা দিদির বক্তব্য রাখা উচিত ছিল। কেন্দ্র তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল। এভাবে বক্তৃতা বয়কট করে আসলে নেতাজি সুভাষচন্দ্র বসুকেই অপমান করলেন দিদি।’

Advt

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...