ভ্যাকসিন নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নেবে প্রশাসন, নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

0
1

টিকা নিয়ে গুজব ছড়ালেই এবার করা আইনি ব্যবস্থা নেবে কেন্দ্র। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই কোভ্যাক্সিন টিকা নিয়ে নানারকম গুজব ছড়াতে শুরু করেছে। বাদ যায়নি কোভিশিল্ড-ও। তবে এবার আর গুজব ছড়ালে ছাড় মিলবে না।

গত সপ্তাহে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা চিঠি লিখে জানিয়েছেন, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন টিকা নিয়ে গুজব বা অপপ্রচারকে কড়া হাতে দমন করুক। সেইসঙ্গে মহামারি প্রতিরোধ আইনে ভারতীয় দণ্ডবিধিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করুক।

স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা চিঠিতে লিখেছেন, “আমি এটা জানাতে চাই যে, জাতীয় নিয়ন্ত্রক সংস্থা এই দুই ভ্যাকসিনকে সুরক্ষিত ও প্রতিষেধক হিসাবে অনুমোদন দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, বেশ কিছু গুজব এবং অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যার ফলে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। এই ধরনের গুজব ছড়ানোয় বেশিরভাগ মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুন-এবার বিশ্ব-দরবারে রাজ্যের ‘দুয়ারে সরকার’ এবং ‘ পাড়ায় সমাধান’

Advt