Monday, November 10, 2025

ফের বেলাগাম: দলীয় নেতা খুনে বিজেপিকে ‘গ্রামছাড়া’ করার হুঁশিয়ারি অনুব্রতর

Date:

মঙ্গলকোটে দলীয় নেতা খুনের জবাব দিতে ফের বেলাগাম বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। নিজস্ব ঢঙে রীতিমতো বিজেপি (Bjp) কর্মীদের গ্রামছাড়া করার হুঁশিয়ারি দেন অনুব্রত৷ একই সঙ্গে অনুব্রতর দাবি, তাঁর থেকে ভয়ঙ্কর কেউ না৷

মঙ্গলবার, মঙ্গলকোটের নিগন গ্রামে সঞ্জিত ঘোষ নামে তৃণমূলের (Tmc) এক বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হয়। অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে। তৃণমূলের হয়ে মঙ্গলকোট (Mangalcout) বিধানসভার দায়িত্বে রয়েছেন অনুব্রত৷ বিজেপিকে হুঁশিয়ারি দিলেও অনুব্রত বলেন, “আইন আইনের পথে চলবে”৷ একই সঙ্গে তিনি বলেন, “বিজেপি-র কর্মীরা যদি ভাবে এ ভাবে লোককে মারবে, তাহলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না৷ যদি ভাবে এ ভাবেই সন্ত্রাস করে যাবে, তাহলে ঘরেই থাকতে পারবে না৷ গ্রামছাড়া করে দেব”৷

বিতর্কিত মন্তব্যের জন্য অতীতে বহুবার চর্চা হয়েছে অনুব্রতকে নিয়ে। কিছুদিন বিতর্ক থেকে দূরে থাকলেও নির্বাচনের আগে ফের চেনা মেজাজেই ফিরছেন ‘কেষ্ট দা’৷ মঙ্গলবার, দুবরাজপুর (Dubrajpur) ব্লক তৃণমূলের ডাকে যে জনসভা ছিল সেখান থেকেই বুথ সভাপতি খুন নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “আমি নোংরামি রাজনীতি করি না। যদি আপনি নোংরামি করেন আমি রাজি আছি”। মঙ্গলকোটের নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গেও দেখা করতে যাবেন বলে জানান অনুব্রত।

আরও পড়ুন- বিনয়-অনীতকে দরকার নেই, পাহাড়ে তৃণমূলকে জেতাতে আমি একাই যথেষ্ট: বিমল গুরুং

 

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version