Saturday, May 17, 2025

ভোট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, ২৯ জানুয়ারি দলের জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো

Date:

একুশের ভোট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে আগামী ২৯ জানুয়ারি কালীঘাটে জরুরি বৈঠক (Emergent Meeting) ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।দলের সমস্ত সাংসদ, বিধায়কদের এই বৈঠকে ডাকা হয়েছে৷ প্রসঙ্গত, ঠিক পরের দিন, ৩০ তারিখ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দু’দিনের রাজ্য সফরে আসার কথা৷

রাজনৈতিক মহলের ধারনা, আসন্ন ভোটে BJP-কে রুখতে যে সব রণকৌশল নেওয়া হয়েছে, তা দলের নেতা-বিধায়ক- সাংসদদের জানাতেই এই জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকে প্রতিটি কেন্দ্র নিয়ে পর্যালোচনাও করা হবে।

ওদিকে, আগামী ৩০ জানুয়ারি ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলে জোর জল্পনা, এবারের সফরে অমিত শাহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতার হাতে গেরুয়া পতাকা তুলে দেবেন (Joining)। এই কারনেই অমিত শাহের সফরের আগের দিন দলের বিধায়ক- সাংসদদের নিয়ে মমতার এই বৈঠক রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়,(Rajib Banerjee) বৈশালী ডালমিয়া (Vaishali Dalmia), প্রতিমা মণ্ডল Pratima Mondol), প্রবীর ঘোষালরা (Prabir Ghoshal)। ডোমজুড়ের বিধায়ক রাজীব মঙ্গলবার বলেছেন, “যে দল থেকেই হোক, প্রার্থী হবো ডোমজুড় থেকেই”। রাজীবের BJP-তে যোগদানের সম্ভাবনা জোরালো। ওদিকে, দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয়েছে বালির বিধায়ক বৈশালীকে। একই কারনে শোকজ করা হয়েছে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালকে। দলের প্রতি অসন্তোষ ব্যক্ত করে শিরোনামে এসেছেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলও (Pratima Mondal)। হয়তো আরও কিছু নেতা এই দলে আছেন, এখনও যাদের নাম প্রকাশ্যে আসেনি৷ এই সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করতে ২৯ তারিখের এই সভা বলে তৃণমূল অন্দরের খবর৷

আরও পড়ুন-পার্টি অফিস নিয়ে হরিনাভিতে বিজেপির দু’গোষ্ঠীর সংঘর্ষ, দর্শক দিলীপ ঘোষ

Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...
Exit mobile version