Tuesday, August 26, 2025

‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে…’ কবির নাম গুলিয়ে ফেলে হাসির খোরাক সৌমিত্র খাঁ

Date:

জনসভায় বিতর্কিত ও ভুল মন্তব্য করে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে রাজ্য তথা কেন্দ্রের একাধিক বিজেপি নেতাকে। তা সে বেপরোয়া দিলীপ ঘোষ(Dilip Ghosh) হোক বা রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন উল্লেখ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাই হোন। এই তালিকায় এবার নবতম সংযোজন বিজেপি(BJP) সাংসদ সৌমিত্র খাঁ(Soumitra Khan)। সম্প্রতি বাংলা সাহিত্যের জনপ্রিয় ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ এই উক্তিকে ঘিরেই এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন সাংসদ সৌমিত্র ।

নির্বাচনকে মাথায় রেখে রাজ্যে জনসভা ও প্রচার বেশ বেড়েছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বেড়ুগ্রামে দলের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এখানেই রাজ্যের বেকার সমস্যার কথা তুলে ধরতে গিয়ে বাংলা সাহিত্যের জনপ্রিয় উক্তি টেনে এনে বলেন ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’। এতদূর ঠিক ছিল কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। এই উক্তির লেখকের নাম বলতে গিয়ে তিনি বলে বসলেন এটি কবি জীবনানন্দ দাশের লেখা। সাংসদের মুখে এহেন মন্তব্য শুনে শুরুতেই খটকা লাগে উপস্থিত শ্রোতার। ‌ পরে তারা বুঝতে পারেন কিছু একটা ভুল করে বসেছেন সাংসদ। এরপরই শুরু হয়ে যায় বিতর্ক।

আরও পড়ুন:রামমন্দির নির্মান তহবিলে ২ লক্ষ ৪০ হাজার টাকা দিলেন শুভেন্দু

এই উক্তিটি রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে অন্নপূর্ণাকে একথা বলেছিলেন ঈশ্বরী পাটনী। তবে মন্তব্যটি জীবনানন্দের বলে চালিয়ে দেওয়ার পর শ্রোতাদের মধ্যে গুঞ্জন শুরু হলেও তাতে অবশ্য বক্তব্যে কোনও প্রভাব পড়েনি সৌমিত্র খাঁর। তবে তার এই ভুল বক্তব্যকে কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, স্কুলের বইয়ে আমরা রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী কবিতা পড়েছি। তাই বিজেপি সাংসদ সৌমিত্র বাবুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ জাগছে। তাঁর যে স্কুল শিক্ষাটুকু ঠিকঠাকভাবে হয়নি তা তাঁর এই মন্তব্যেই ধরা পড়ছে। পাশাপাশি তিনি আরো বলেন, বিজেপি বাংলার সংস্কৃতি, বাংলার মনীষীদের বিষয়ে অবগত নয়। তাই তারা অনায়াসে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন বলে দিতে পারেন। সেই দলের সাংসদ সৌমিত্র খাঁ আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে এই অবিস্মরণীয় বাক্যের লেখক হিসেবে জীবনানন্দের নাম উল্লেখ করবেন তাতে অবাক হবার কী আছে।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version