Thursday, August 28, 2025

‘তৃণমূলে ভালো লোকের জায়গা নেই’, ফের বিস্ফোরক মন্তব্য প্রবীর ঘোষালের

Date:

“তৃণমূলে ভালো লোকের জায়গা নেই৷ ভালো লোকজনকে যত তাড়াতাড়ি তাড়ানো যাবে, যারা করে-কম্মে খায়, তারা তত তাড়াতাড়ি দলটা দখল করতে পারবে”৷ ফের বিস্ফোরক মন্তব্য উত্তরপাড়ার তৃণমূল (TMC) বিধায়ক প্রবীর ঘোষালের (MLA Prabir Ghoshal)৷

এখানেই শেষ হয়নি, বৃহস্পতিবার তিনি বলেছেন, “দলের শো-কজের (Show Cause) চিঠি এখনও পাইনি৷ কোথা থেকে শো-কজ করা হয়েছে, কে শো-কজ করেছে, কিছুই জানিনা৷ ওসব স্রেফ মিডিয়াকে বলা হয়েছে৷ আমার ধারনা, ওই চিঠি আসবেনা৷ ওরা জানে, চিঠি পেলে কড়া উত্তর যাবে, সে কারনেই চিঠি আসবে না৷ তবে আমি অপেক্ষা করছি৷”

এদিকে, বৃহস্পতিবার সকালে কোন্নগরের বিভিন্ন এলাকায় দেখা যায় উত্তরপাড়ার এই বিধায়কের ছবি-সহ ব্যানার, নিচে লেখা ‘দাদার অনুগামী’। এই ধরনের ব্যানার প্রসঙ্গেও প্রবীর ঘোষাল ব্যাখ্যা দিয়েছেন৷ বলেছেন, “এতদিন এই এলাকায় কাজ করছি, সাধারণ মানুষ হয়তো ভালোবেসে এই ব্যানার লাগিয়েছে৷ তারা হয়তো চাইছেন, আমি লড়াই করি৷ আমিও মনে করি ভোটে দাঁড়িয়ে জবাব দেওয়া উচিত”৷

রাজনৈতিক মহলের ধারনা, প্রবীর ঘোষালের এ ধরনের বিস্ফোরক কথার অর্থ, তাঁর দলত্যাগ বা বিজেপিতে যোগদান প্রায় নিশ্চিত ৷ তবে প্রবীর ঘোষাল বলছেন, দলগতভাবে বিজেপিতে যাওয়ার ডাক এখনও আসেনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূলের কোর কমিটি ও দলের মুখপাত্র পদ ছাড়ার কথা জানিয়েছেন প্রবীর ঘোষাল। বলেছিলেন, “দলে ভালো লোকজনের জায়গা নেই৷” এরপরই তৃণমূল শোকজ করে প্রবীরবাবুকে৷ ওদিকে, একথা বলার পর বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রবীরবাবুর সাংবাদিক বৈঠক চলাকালীনই দলীয় কর্মীরা বাইরে বিক্ষোভ দেখান, সেসময় ‘গদ্দার’ স্লোগানও ওঠে৷

আরও পড়ুন- পাতা ফাঁদে পা দিয়ে বালিতে বিজেপির প্রার্থী হতে চান বৈশালী

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version