দিল্লির ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণে চাঞ্চল্য

দিল্লির (Delhi) আবদুল কালাম রোডের হাই সিকিউরিটি জোনে হঠাৎ বিস্ফোরণ (blast)। শুক্রবার ইজরায়েলি দূতাবাসের (Israeli embassy) কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনও হতাহতের খবর নেই। বিস্ফোরণের অভিঘাতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লি পুলিশের বক্তব্য, লো ইনটেনসিটি ব্লাস্ট হওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলের প্রায় আড়াই কিলোমিটার দূরে বিজয়চকে এদিন বিটিং রিট্রিট উপলক্ষ্যে অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টরা। যে জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়েছে তার চারদিকে বহু ভিভিআইপির বাসস্থান। প্রধানমন্ত্রীর বাসভবন, একাধিক দূতাবাস, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কেন্দ্রীয় মন্ত্রী সহ একাধিক বিশিষ্ট মানুষের বাস ঘটনাস্থলের মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই। এমন গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা এলাকা কর্ডন করে রেখেছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে এনআইএ।

আরও পড়ুন- পিছু হটবেন না, ভয় পাবেন না আমরা আপনাদের সঙ্গে আছি : রাহুল

Advt

 

Previous articleপিছু হটবেন না, ভয় পাবেন না আমরা আপনাদের সঙ্গে আছি : রাহুল
Next articleপুলিশের চাকরি ছেড়ে অধিকারের লড়াইয়ে, ৪৪ বার জেল খেটেছেন কৃষক নেতা রাকেশ টিকাইত