প্রবীরের উপর ক্ষুব্ধ কোন্নগরের তৃণমূল কর্মীরা, মাতলেন উৎসবে

উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal) দিল্লিতে গিয়ে বিজেপিতে (Bjp) যোগ দেওয়ার তোড়জোড় শুরু হতেই ক্ষোভে ফেটে পড়লেন কোন্নগরের (Konnagar) নবগ্রাম অঞ্চল তৃণমূলের (Tmc) নেতা-কর্মীরা। অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারের (Apurba Majumder) নেতৃত্বে এদিন নবগ্রাম এলাকায় একদিকে ক্ষোভ আবার বিধায়ক (Mla) চলে যাওয়ায় আনন্দ উৎসব পালন করেন তাঁরা।

নবগ্রামে দলীয় কার্যালয়ের সামনে বিধায়ক প্রবীর ঘোষালের ছবিতে কালি লাগানো থেকে শুরু করে জুতোর মালা পরানো হয়। এরপর বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ওঠে ‘গদ্দার’ স্লোগান। এরপর বিধায়কের ছবি দেওয়া ফ্লেক্স (Flex) পুড়িয়ে দেন তৃণমূলের নেতা-কর্মীরা। এরপর আনন্দ উৎসবে সামিল হন তৃণমূলের নেতা-কর্মীরা। বিধায়ক প্রবীর ঘোষাল চলে যাওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা। অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, “উত্তরপাড়ার তৃণমূলের ‘গদ্দার’ দল ছাড়ার ফলে দল শুদ্ধ হল। উত্তরপাড়ায় আর তৃণমূল দলে দলাদলি থাকবে না। খুব ভালো ফল হবে”।

আরও পড়ুন- হলদিয়ায় মোদির সভায় আমন্ত্রণ পেলেন তৃণমূলের দিব্যেন্দু, জল্পনা দলবদলের

Advt

Previous articleহলদিয়ায় মোদির সভায় আমন্ত্রণ পেলেন তৃণমূলের দিব্যেন্দু, জল্পনা দলবদলের
Next articleলাল্টু বিশ্বাসের হাত দিয়েই মায়ের লেখা বইয়ের আত্মপ্রকাশ ঘটলো বইমেলার মঞ্চে