Sunday, August 24, 2025

Budget 2021: কৃষিক্ষেত্রে ১৬.৫ লক্ষ কোটি ঋণের লক্ষ্যমাত্রা : অর্থমন্ত্রী

Date:

২৬ নভেম্বর থেকে তিনটি কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে কৃষক আন্দোলন চলছে দিল্লির বুকে। সিঙ্ঘু সীমান্তে চলছে কৃষক আন্দোলন। নভেম্বর থেকে তিনটি কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে কৃষকদের নিরলস বিক্ষোভের মধ্যেই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কৃষিক্ষেত্রে ঘোষণার জন্য বাজেটের (Budget 2021) একটি অংশ পেশ করলেন। অর্থমন্ত্রী জানান, এ বছরের জন্য কৃষি ঋণের লক্ষ্যমাত্রা হবে ১৬ দশমিক ৫ লক্ষ কোটি টাকা।

তিনি ঘোষণা করেছেন :

⬛ এ বছরের জন্য কৃষি ঋণের লক্ষ্যমাত্রা হবে ১৬ দশমিক ৫ লক্ষ কোটি টাকা।

⬛ আরও এক হাজার মন্ডিকে সরকারের জাতীয় ডিজিটাল কৃষি বাণিজ্য প্ল্যাটফর্ম “eNAM” এ অংশভুক্ত করতে হবে।

⬛ নির্মলা সীতারমণ জানান, গত বছরে কৃষকদের ন্যূনতম সহায়তা মূল্য আকারে গমের উপর ৭৫,১০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, এমএসপির আওতায় ৪৩ লাখেরও বেশি গম চাষকারী কৃষকরা সরকারী সংগ্রহ থেকে লাভবান হয়েছেন। এর আগে তা ৩৫ দশমিক ৫৭ লক্ষ টাকা ছিল।

⬛ অর্থমন্ত্রী বলেন, কৃষি পরিকাঠামো তহবিল কৃষি উৎপাদক বাজার কমিটির (Agricultural Produce Market Committee) পরিকাঠামোগত সুবিধাগুলি বাড়ানোর জন্য উপলব্ধ করা হবে।

⬛ কৃষি পরিকাঠামো তহবিল বৃদ্ধি পেয়ে ৪০,০০০ কোটি এবং মাইক্রো জলসেচ কর্পস দ্বিগুণ হয়ে ১০,০০০ কোটিতে দাঁড়িয়েছে।

⬛ ন্যূনতম সহায়ক মূল্য বা MSP-এর ক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশনের দেড়গুণ দেওয়া হবে। এতে উপকৃত হবেন ১.২ কোটি কৃষক। অর্থমন্ত্রী বলেন, কৃষকের কল্যাণে সরকার দায়বদ্ধ। তুলোতে MSP ২৫ হাজার কোটি টাকার প্রস্তাব। উপকৃত হবেন ৪৩ লক্ষ কৃষক। এক দেশ এক রেশন কার্ডের প্রস্তাব। বিনামূল্যে রেশন দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। কৃষকদের ঋণ দেওয়া হবে ১৫.৫ লক্ষ কোটি টাকা, এর মধ্যে মৎস্য চাষীরাও রয়েছেন।

আরও পড়ুন-৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র বীমাক্ষেত্রে, বাজেটে LIC নিয়েও বড় ঘোষণা নির্মলার

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version