Friday, November 7, 2025

সারদাকর্তা ( saradha) সুদীপ্ত সেনের ( sudipta sen) জেল থেকে লেখা বিস্ফোরক চিঠিটি তদন্তের স্বার্থে সিবিআইর হাতে দিয়ে দিলেন CMM Kolkata দীপাঞ্জন সেন। ফলে এখন তা নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত করতে পারবে সিবিআই ( CBI)।


সোমবার CMM এজলাসে দীর্ঘ সওয়াল করেন কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী। তিনি বলেন,” যেহেতু এই মামলায় crpc 173 ধারায় এখনও তদন্ত চলছে, তাই এই চিঠিটি জরুরি নথি হিসেবে সত্যাসত্য বিচার করা দরকার। আমার মক্কেল নির্দোষ। সারদাকর্তা সব বিস্তারিত লিখে কোর্টকে চিঠি লিখেছেন। এটি সিবিআইর হাতে তুলে দেওয়া জরুরি। সেই সঙ্গে আমার আর্জি সিবিআই এনিয়ে একটি রিপোর্ট কোর্টে জমা দিক।”
CMM-এর নির্দেশ,” চিঠির কপি সিবিআইকে দেওয়া হবে।”
এরপর সিবিআই প্রতিনিধিরা জানান তাঁরা চিঠি পেয়েছেন। তদন্ত চলছে। ফলে তার মধ্যেই এই বিষয়টি তাঁরা দেখবেন।”

সুদীপ্ত সেনের চিঠিটি সিবিআইর হাতে দেওয়ার নির্দেশ হলেও একটি বিষয়ে এখনও বিবেচনা চলছে। মূলত তা হল এই চিঠিটির বিষয়ে সিবিআই আলাদা রিপোর্ট ফাইল করবে, নাকি একেবারে তদন্ত শেষে চূড়ান্ত চার্জশিটে যা থাকার থাকবে। সিবিআই আইনজীবী বলেছেন,” এখন আলাদা রিপোর্ট নয়। যা হবার চার্জশিটে থাকবে।”
এই সংক্রান্ত আরও কিছু বিষয় নিয়ে কোর্ট পরে আরেকটি নির্দেশ দেবে। বিচারক অয়নবাবুকে বলেছেন,” এই বিষয়ে উচ্চতর আদালতগুলির কোনও নজির থাকলে তা আদালতে পেশ করতে।” জেল থেকে সরাসরি বিচারককে হাতে লেখা চিঠিটির বয়ান যে কার্যত 164 ধারার সমান গুরুত্বপূর্ণ, তাও ব্যাখ্যা করেন অয়ন। এর আইনি সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে আসল কথা হল চিঠিটি কোর্ট সিবিআইকে দেওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেল।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version