Monday, August 25, 2025

সারদাকর্তা ( saradha) সুদীপ্ত সেনের ( sudipta sen) জেল থেকে লেখা বিস্ফোরক চিঠিটি তদন্তের স্বার্থে সিবিআইর হাতে দিয়ে দিলেন CMM Kolkata দীপাঞ্জন সেন। ফলে এখন তা নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত করতে পারবে সিবিআই ( CBI)।


সোমবার CMM এজলাসে দীর্ঘ সওয়াল করেন কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী। তিনি বলেন,” যেহেতু এই মামলায় crpc 173 ধারায় এখনও তদন্ত চলছে, তাই এই চিঠিটি জরুরি নথি হিসেবে সত্যাসত্য বিচার করা দরকার। আমার মক্কেল নির্দোষ। সারদাকর্তা সব বিস্তারিত লিখে কোর্টকে চিঠি লিখেছেন। এটি সিবিআইর হাতে তুলে দেওয়া জরুরি। সেই সঙ্গে আমার আর্জি সিবিআই এনিয়ে একটি রিপোর্ট কোর্টে জমা দিক।”
CMM-এর নির্দেশ,” চিঠির কপি সিবিআইকে দেওয়া হবে।”
এরপর সিবিআই প্রতিনিধিরা জানান তাঁরা চিঠি পেয়েছেন। তদন্ত চলছে। ফলে তার মধ্যেই এই বিষয়টি তাঁরা দেখবেন।”

সুদীপ্ত সেনের চিঠিটি সিবিআইর হাতে দেওয়ার নির্দেশ হলেও একটি বিষয়ে এখনও বিবেচনা চলছে। মূলত তা হল এই চিঠিটির বিষয়ে সিবিআই আলাদা রিপোর্ট ফাইল করবে, নাকি একেবারে তদন্ত শেষে চূড়ান্ত চার্জশিটে যা থাকার থাকবে। সিবিআই আইনজীবী বলেছেন,” এখন আলাদা রিপোর্ট নয়। যা হবার চার্জশিটে থাকবে।”
এই সংক্রান্ত আরও কিছু বিষয় নিয়ে কোর্ট পরে আরেকটি নির্দেশ দেবে। বিচারক অয়নবাবুকে বলেছেন,” এই বিষয়ে উচ্চতর আদালতগুলির কোনও নজির থাকলে তা আদালতে পেশ করতে।” জেল থেকে সরাসরি বিচারককে হাতে লেখা চিঠিটির বয়ান যে কার্যত 164 ধারার সমান গুরুত্বপূর্ণ, তাও ব্যাখ্যা করেন অয়ন। এর আইনি সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে আসল কথা হল চিঠিটি কোর্ট সিবিআইকে দেওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেল।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version