Budget 2021 Update : বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী

প্রথম ‘পেপারলেস’ বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কতটা আশা পূরণ করতে পারবেন আম-ভারতীয়র, দিনভর সেদিকেই নজর দেশবাসীর।

  • করোনাকালে প্রথম পেপারলেস বাজেট
  • যে পরিস্থিতিতে পর্যুদস্ত অনেক রাজ্য
  • অনেক নাগরিক বাড়িতে বসে ছিলেন
  • অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন
  • আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবথেকে পিছিয়ে পড়া মানুষদের জন্য বয়স্ক মানুষের জন্য যেসব প্রকল্প ঘোষণা করেছেন সেগুলি আমরা আগে পাঁচটা ছোট ছোট বাজেট পেশ করেছি
  • এবং আমরা একই সঙ্গে রিফর্মের কথা বলেছি
  • আমরা বেসরকারিকরণের কথা বলেছি শ্রমের বাজারে রিফর্মের কথা বলেছি এবং একই সঙ্গে আমরা পিছিয়ে পড়া মানুষদের আর্থিক কাঠামোর মধ্যে নিয়ে আসার কথা বলেছি
  • এবং আমরা এই অতি মারি বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে টিকা বার করেছি
  • দুটো বিশ্বযুদ্ধের পরে যেমন রাষ্ট্রগুলোর মধ্যে অর্থ রাজনৈতিক সম্পর্ক পাল্টে ছিল তেমনি এখনো হয়তো পাল্টাবে
  • আমরা ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে ভারতের সাম্প্রতিক সাফল্য অস্ট্রেলিয়াক সেটাকেআমরা আনন্দের সঙ্গে গ্রহণ করছি
  • এখন পরিসংখ্যান বলছে আমাদের মৃত্যুহার প্রতি মিলিয়ন জনসংখ্যায় সারা পৃথিবীর মধ্যে অন্যতম ও কম
  • এ বাজেট একটা ডিজিটাল বাজেট
  • আমাদের সরকার অর্থনৈতিক পুনরুত্থানের জন্য দায়বদ্ধ
  • এটা আমাদের 75 তম স্বাধীনতা দিবস
  • এবং আরো কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা বর্ষপূর্তি
  • বাজেটের আগে বলবো এই ভয়ঙ্কর সংকটের সময় আমাদের দেশের মানুষ কি নিদারুণ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং মানুষ কতটা সহ্য করেছে তার উল্লেখ করা দরকার
  • আত্মনির্ভর ভারত আন্তর্জাতিক সোলার এনার্জি যে চুক্তি তার এখন আমরা অংশ,
  • কৃষকদের আয় দ্বিগুণ করা হবে এবং বয়সীদের জন্য নতুন সম্ভাবনা আমরা তৈরি করবো
  • আমরা আত্মনির্ভরতা লক্ষ্যেই বাজেট তৈরি করছি
  • আমাদের লক্ষ্য হবে স্বাস্থ্য এবং মানবসম্পদকে তৈরি করা এবং আমরা নূন্যতম সরকার এবং সব থেকে বেশি প্রশাসন চাইবো
  • আমাদের স্বাস্থ্য পরিকাঠামো অনেকটাই বেড়েছে
  • আমারা তিনটি বিষয়ের দিকে তাকাবো স্বাস্থ্য ক্ষেত্রে
  • মানুষের চিকিৎসা, 54 হাজার কোটি টাকা এই খাতে বরাদ্দ করা হলো আগামী ছয় বছরে এটা খরচা হবে
  • এবং এটাই টাকা দিয়ে জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং এটার ফলে গ্রামের স্বাস্থ্য ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করা হবে
  • এর ফলে 602টি জেলা উপকৃত হবে
  • এবং কুড়িটি বড় শহরে স্বাস্থ্যর কে নজর রাখার জন্য
  • এবং নতুন 17 টি পাবলিক হেলথ ইউনিট তাদের কাজ শুরু করবে
  • এবং 15 টি এমার্জেন্সি ইউনিট তৈরি হবে
  • এরপরে আমরা নিউট্রিশন এর দিকে তাকাবো, আমরা আমাদের পুষ্টি যোগানোর যে প্রকল্প গুলি আছে সেগুলিকে একসঙ্গে করে আমরা 112 টি জেলায় ছড়িয়ে দেব
  • w.h.o. বারবার পরিষ্কার জল এবং পরিষ্কার আবহাওয়ার কথা বলেছে আমরা সেদিকে নজর দেব
  • 2.8 6 কোটি মানুষ কলের জল পাবেন
  • দু’লক্ষ 27 হাজার কোটি এর জন্য বরাদ্দ করা হলো
  • এর জন্য নানান ব্যবস্থা নেওয়া হবে প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা এবং অন্যান্য আমাদের পরিমণ্ডলকে যা দূষিত করছে তার ওপর নিষেধাজ্ঞা বজায় থাকবে
  • স্বচ্ছ ভারত আমরা বরাদ্দ করছি এক লক্ষ 41 হাজার কোটি টাকা
  • 2000 কোটি টাকার বেশি বরাদ্দ হচ্ছে আমাদের পরিমণ্ডলকে শুদ্ধ করার জন্য
  • একই সঙ্গে পুরনো জান মোটরগাড়ি ইত্যাদি সেগুলো যাতে আমাদের পরিমণ্ডলকে দূষিত না করতে পারে তার জন্য তাদের তাড়াতাড়ি সরিয়ে ফেলা হবে
  • কুড়ি বছর পরে ব্যক্তিগত যান গুলি বাতিল করে দেওয়া হবে
  • এবার টিকা, এ মুহূর্তে ভারতে তৈরি টিকা ভারতের মধ্যে পৌঁছে গেছে এবং মানুষ পেতে শুরু করেছে
  • এটি কার জন্য 35 হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে
  • সবমিলিয়ে স্বাস্থ্য খতে দু’লক্ষ 83 হাজার কোটি টাকা বরাদ্দকরা হলো
  • এবং এটা 137 শতাংশ বৃদ্ধি চিহ্নিত করছে অর্থাৎ স্বাস্থ্যখাতে 137 শতাংশ বৃদ্ধি ঘটলো
  • এবার আমরা পরিকাঠামোর কথা বলব, আত্মনির্ভর ভারত আমরা পাঁচ মিলিয়ন ডলার অর্থনীতি আনার জন্য যেটা আমাদের স্বপ্ন আমরা মনে করছি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি একটা বড় ভূমিকা নিতে হবে এবং আমরা চিহ্নিত করেছি 13 টি ক্ষেত্রে
  • বস্ত্রশিল্পের জন্য আলাদা পার্ট তৈরি হবে
  • এবার ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, তাতে ছয় হাজারের বেশি প্রকল্প ঘোষণা করা হয়েছিল
  • 217 টি প্রকল্প তার মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে
  • পরিকাঠামোর জন্য দীর্ঘ মেয়াদী ডেক ফাইন্যান্সিং দরকার অর্থাৎ তার জন্য ধার নেওয়া দরকার
  • একটা ডেভলপমেন্ট ফিনান্সিয়াল প্রতিষ্ঠান তৈরি হবে যারা 5 লক্ষ কোটি টাকা 3 বছরে ধার দেবে
  • এবং এখানে বিদেশীরাও বিনিয়োগ করতে পারবেন
  • অ্যাসেট বিক্রি করার কথা আমরা আগেই বলেছি
  • সরকারি পরিকাঠামো মনিটাইজ করার কথা আর কতটা অ্যসেট তৈরি হলো টাকায় তার মূল্য কত নির্ণয়করার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি
  • রেল এবং এয়ারপোর্ট এবং অন্যান্য পরিকাঠামো স্পোর্টস স্টেডিয়াম আছে
  • ক্যাপিটাল এক্সপেন্ডিচার এর জন্য চার দশমিক 21 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • ২১-২২ আমরা মূলধন খাতে একটা বিরাট খরচ বাড়াবার কথা ভাবছি এবং এর জন্য 44 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • এবং আমরা এর মধ্যে একটা বড় অংশ রাজ্যগুলিকে দেব
  • রাস্তা পরিকাঠামো, 13 হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে
  • 5.3 লক্ষ কোটি টাকা বরাদ্দ এর জন্য
  • আরো আট হাজার 500 কিলোমিটার রাস্তা আমরা তৈরি করবো
  • 3500 কিলোমিটার তামিলনাড়ুতে তৈরি হবে
  • এরমধ্যে মাদুরাই কল্লাম করিডোর আছে
  • 1100 কিলোমিটার রাস্তা কেরালাতে তৈরি হবে
  • এবং এর মধ্যে মুম্বাই কন্যাকুমারীর করিডোর তৈরি হবে
  • 675 কিলোমিটার রাস্তা তৈরি হবে পশ্চিমবঙ্গে
  • এবং এর মধ্যে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যে রাস্তা তার মেরামতি ও আছে
  • 19 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আসামে রাস্তার মেরামতির জন্য
  • 1000 কিলোমিটারেরও বেশি জাতীয় হাইওয়ে এর মধ্যে রয়েছে
  • এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা মূলধনী খাতে ব্যয় এই কারণে বরাদ্দ হলো
  • রেলের জন্য জাতীয় রেল প্ল্যান তৈরি হয়েছে
  • এবং এর সঙ্গে মেক ইন ইন্ডিয়া প্রকল্প টি যুক্ত যাতে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন সহজ হয়
  • এবং ভবিষ্যতে খড়গপুর থেকে বিজয়বাড়া পর্যন্ত আরেকটি সড়ক তৈরি হবে
  • যাত্রীদের সুবিধার জন্য আমরা নিম্নলিখিত জিনিসগুলি করব
  • কোচ গুলিকে আধুনিকীকরণ করা হবে
  • এবং নিরাপত্তা জনিত যা যা পদক্ষেপ করার দরকার আমরা সেগুলো করব
  • 1 লক্ষ 25 হাজার কটি রেলের জন্য বরাদ্দ তারমধ্যে এক লক্ষ কোটিরও বেশি মূলধন খাতে ব্যয় হবে
  • এবং মেট্রোরেল নেটওয়ার্কের  এবং বাস সার্ভিসের জন্য 18 হাজার বরাদ্দ করা হয়েছে
  • মেট্রো লাইট এবং মেট্রো নিউ বলেন দুটি নতুন প্রযুক্তি মেট্রোরেলে কার্যকর করা হবে
  • এবং এগুলো teer2 সিটিতে হবে এবং কিছু টি আর ওয়ান সিটিতে হবে দিতে হবে
  • চেন্নাই মেট্রো রেলওয়ে ফেস ১১৮ কিলোমিটার তৈরি হবে
  • বেঙ্গালুরু মেট্রো রেলওয়ে প্রজেক্ট 58 কিলোমিটার রাস্তা তৈরি হবে
  • পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, গত ছয় বছরে আমরা এখানে রিফর্ম দেখেছি
  • এবং এর ফলে 2.8 কোটি মানুষ উপকৃত হয়েছে নতুন বৈদ্যুতিকরণ এর ফলে এই উপকার হয়েছে
  • কিন্তু এই বিদ্যুৎ সরবরাহ তে প্রচুর মনোপলি আছে এবং আমরা এখানে একের বেশি ডিস্ট্রিবিউশন কোম্পানি আনার কথা বলছি
  • যাতে ক্রেতারা উপকৃত হন
  • একটা নতুন হাইড্রোজেন এনার্জি মিশন আমরা আনছি
  • এই প্রকল্প থেকে হাইড্রোজেন তৈরি হবে
  • বড় বন্দর গুলি এখন থেকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে তাদের ম্যানেজমেন্টের জন্য
  • অর্থাৎ বড় বন্দর গুলি এখন থেকে ব্যবস্থাপনায় থাকবে বেসরকারি কোম্পানি গুলি
  • কিছু সাবসিডি আমরা এই খাতে দেব
  • এই খাতে এক হাজার কোটি টাকার বেশি পাঁচ বছরের জন্য বরাদ্দ করা হয়েছে
  • ভারতে পুরোনো জাহাজগুলি রিসাইকেল করার চেষ্টা চলছে
  • এর ফলে আমরা মনে করছি 1.5 লক্ষ কর্মসংস্থান হবে
  • উজ্জ্বলা প্রকল্প টি আরো ছড়িয়ে দেওয়া হবে যাতে এক কোটির বেশি মানুষ উপকৃত হয়
  • আমরা সেবি অ্যাক্ট একটু পরিবর্তন করছি
  • ইনভেস্টর প্রটেকশনের জন্য ইনভেস্টর চাটার তৈরি করা হবে
  • 1000 কোটি টাকা সোলার এনার্জি খাতে বরাদ্দ করা হলো
  • ইন্সুরান্স অ্যাক্ট, বিদেশি বিনিয়োগ 49% বদলে 74 শতাংশ এলাও করা হলো
  • অ্যাসেট রিকনস্ট্রাকশন এর জন্য একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি হবে
  • সেই অ্যাসেট গুলি বিক্রি করবে,
  • কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো ফিনানসিয়াল ক্যাপিটাল এর জন্য
  • যে ব্যাঙ্কগুলি এখন অসুবিধার মধ্যে আছে তাদের ডিপোজিট ওরা যাতে ইন্সরেন্স আর টাকা পান তার জন্য কিছু পরিকাঠামো তৈরি করা হলো
  • আমরা চারটি ক্ষেত্রে ডিসইনভেসমেন্ট করব
  • ডিসইনভেসমেন্ট পলিসি কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নীতি আয়োগ কে অনুরোধ করছি।
  • আমরা রাজ্যগুলিকে বলছি যে বিপুল পরিমাণ জমি পড়ে রয়েছে সেগুলি কি বিক্রি করা, সেটা থেকে যে টাকা পাওয়া যাবে সেটি বিনিয়োগের জন্য এভেলেবেল হবে
  • আমরা ধরে নিচ্ছি এক লক্ষ 75 হাজার কোটি টাকা ডিসইনভেস্টমেন্ট থেকে পাওয়া যাবে
  • সেন্ট্রালি স্পনসর্ড প্রকল্পগুলিকে আরো বাড়াচ্ছি
  • গমের জন্য 33 হাজার কোটি টাকা 2012 13 তে দেওয়া হয়েছিল
  • 75 হাজার কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে
  • এমএসপি কে কস্ট প্রোডাকশনের দেড়গুণ দেওয়া হবে
  • আধুনিক মৎস্য চাষের জন্য উপযুক্তবন্দর দরকার আমরা তার জন্য বরাদ্দ বাড়াচ্ছি
  • পরিযায়ী শ্রমিক, তাদের জন্য এক দেশ এক রেশন কার্ড প্রকল্পটি চালু হবে
  • এবং যারা তাদের পরিবার থেকে খুব দূরে রয়েছে তারা এই কার্ড দেখিয়ে রেশন পাবেন
  • এটা 32 টি রাজ্যে চালু হচ্ছে
  •  বাকি চারটি রাজ্যও এর আওতায় চলে আসবে
  • যে প্রক্রিয়াটি কুড়ি বছর আগে শুরু হয়েছিল সেটা আমরা এবার সম্পূর্ণ করব
  • এই প্রথম সামাজিক নিরাপত্তা দেওয়া হবে শ্রমিকদের
  •  মেয়েরা সব ক্যাটাগরিতে কাজ করতে পারবেন কিন্তু তার জন্য উপযুক্ত নিরাপত্তা থাকবে
  • ফিনান্সিয়াল ইনক্লিউশন, স্ট্যান্ডা আপ ইন্ডিয়া বলে একটি নতুন প্রকল্প হল
  • এটার জন্য মার্জিন মানি যেটা দরকার ছিল সেটা 25 শতাংশ থেকে কমিয়ে 15% করা হলো
  • আমরা এমএসএমই ক্ষেত্রগুলি কে সাপোর্ট দিচ্ছি
  • মানবসম্পদ তৈরি করা যেটা আমাদের চতুর্থ স্তম্ভ, 14000 স্কুলকে আমরা নতুন এডুকেশন পলিসি দিয়ে আরও শক্তিশালী করছি এবং হ্যান্ড হোল্ডিংয়ের মধ্যে দিয়ে অন্যান্য স্কুলও উপকৃত হবে
  •  হায়ার এডুকেশন কমিশন তৈরি হবে
  • কেন্দ্রীয় সরকারের আওতায় যে বিশ্ববিদ্যালয় এবং কলেজ গুলি রয়েছে তারা এর ছাতার তলায় আসবে
  • লাদাখে উচ্চশিক্ষা যাতে সবাই পায় তার জন্য আমরা কিছু বরাদ্দ করছি
  • অন্যান্য যা যা প্রকল্প আমরা নিচ্ছি সেগুলো তা লিপিবদ্ধ রয়েছে
  • এবং ট্রাইবাল এরিয়াতে 758 টি নতুন বিদ্যালয় স্থাপিত হবে
  • চারকোটি সিডিউল কাস্ট স্টুডেন্ট উপকৃত হবে
  • 2019 এর বাজেটে বলেছিলাম জাতীয় গবেষণা ফাউন্ডেশন এখন সেটার জন্য আমরা পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ করছি
  • প্রার্থী যেগুলো সেই সব ক্ষেত্রে গবেষণা হবে
  • ষষ্ঠ স্তম্ভ, আমাদের আইনের ব্যবস্থা আরও উন্নত করার জন্য আমরা ন্যাশনাল কমিশন ফর এলাইড হেলথকেয়ার আনা হয়েছে
  • গোয়াতে পর্তুগীজদের থেকে স্বাধীনতা পালিত হচ্ছে তার জন্য আমরা কিছু বরাদ্দ করছি,
  • চা শিল্পের জন্য আমরা এক হাজার কোটি টাকা বরাদ্দ করছি
  • প্যানডেমিক শুরুর সময় রাজস্ব কমে গেছিল এবং খরচ বেড়ে গেছিলো
  • ছোটখাটো প্যাকেজ মাঝারি প্যাকেজ অনেকগুলি ঘোষণা করেছি
  • এখন স্বাস্থ্য সংকট খানিকটা কমেছে
  • এখন আমরা চাহিদা বাড়াতে চাই
  • 34 লক্ষ কোটি টাকা আমাদের খরচ
  • 9 দশমিক 5 শতাংশ ফিসক্যাল ডিফেসি
  • 80 হাজার কোটি টাকা বাজার থেকে তোলা হবে
  • আমরা মূলধন খাতে খরচ অনেকটা বাড়াচ্ছি
  • 2021 2022 এ ফিসক্যাল ডিফেসিট 6 দশমিক 8 শতাংশ বাড়ানো হচ্ছে
  • আমরা কিছু অ্যাসেট বিক্রি করছি
  •  আমরা মনে করছি ট্যাক্স রেভিনিউ আস্তে আস্তে বাড়বে
  • আমরা রাজ্যগুলিকে 4 শতাংশ ধার করার এলাও করছি
  • স্টেট গুলি ফরটি ওয়ান পারসেন্ট করে শেয়ার পাবে
  • 17 টি স্টেট কে এক লক্ষ 71 হাজার কোটি টাকার রেভিনিউ ডেফিসিট গ্রান্ট দেওয়া হল
  • এখন আমরা একটা বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং আমরা আমাদের অর্থনীতিকে পুনরুত্থানের জন্য প্রাণপণ চেষ্টা করছে
  • প্যানডেমিক এর পরে একটা নতুন অর্থব্যবস্থা তৈরি হচ্ছে
  • করদাতাদের ওপর যথাসম্ভব কম চাপ দিতে হবে
  • আমরা সম্প্রতি ফেইসলেস অ্যাসেসমেন্ট এনেছি
  • বয়স্ক নাগরিকদের জন্য আমরা বিশেষভাবে চিন্তিত
  • যারা 75 বছর বা তার বেশি বয়স তাদের ইন্টারেস্ট ইনকামের ওপর সম্পূর্ণ ছাড়
  • এই মুহূর্তে অ্যাসেসমেন্ট 6 বছরের মধ্যে আবার রিওপেন করা যায়
  • এখন তিন বছরের মধ্যেই রিওপেন করতে হবে যদি কেউ তার টেক্স অ্যাসেসমেন্ট re-open করতে চান।
  • ছোট ছোট করদাতাদের রেসোলিউশন এর জন্য আমরা ফেইসলেস এবং স্বচ্ছ 50 লক্ষ টাকা অবধি যাদের আয় এবং 10 লক্ষ টাকা অবধি ডিসপিউট তারা এই কমিটিতে অ্যাপ্রচ করতে পারবেন
  • এবং এই ট্রাইবুনাল এটা কে আমরা ফেসলেস করছি
  • ট্রাইবুনাল সেন্ট্রালগুলি ইলেকট্রনিকলি চলবে
  •  যাতে আরও বেশি করে বিদেশি বিনিয়োগ আসে তার জন্য আমরা জিরো কুপন বন্ড
  • জিরো কুপন বন্ড যাতে সহজে বাজারে আসে তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি
  • জিএসটি, জিএসটি চার বছর হয়ে গেল, আমরা একে আরও সহজ করেছি
  • আমরা জিএসটি খাতে একটা রেকর্ড কালেকশন করতে পেরেছি
  •  আমাদের জাতীয় ম্যানুফ্যাকচারিংয়ের দিকে তাকিয়ে আমরা র মেটেরিয়াল এর ওপরে যে কাস্টমস ডিউটি এবং আমরা সেটাকে করছি
  • আশিটি পুরনো নিয়ম আবার নতুন করে পুনর্বিবেচনা করব
  • মোবাইল ফোন শিল্প খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে
  • আমরা এখন কিছু মোবাইল এবং চার্জারও রপ্তানি করছে এখন তার ওপর 2.5 শতাংশ ট্যাক্স ধার্য করা হলো
  • নতুন ফ্ল্যাট কিনলে দেড় লক্ষ টাকা আয়করে ছাড় মিলবে 2022পর্যন্ত
  • শেয়ারের ডিভিডেন্ট থেকে টিডিএস কাটা হবে না
  • মোবাইল ফোন বৈদ্যুতিন শিল্পের উন্নতি হয়েছে
  • এমএসএমই তে তৈরি জিনিস সেখানে স্টিল স্ক্রুর ওপর ডিউটি ফ্রি খানিকটা বাড়ানো হলো
  • তুলোর ওপরে আমদানি শুল্ক, র সিল্কের ওপর আমদানি শুল্ক বাড়ানো হলো , ফলে কৃষকরা উপকৃত হবেন
  • আমাদের কৃষি ক্ষেত্রের পরিকাঠামো বাড়াতে হবে
  • এর ফলে কৃষকদের আয় বাড়বে
  • কৃষি পরিকাঠামোর জন্য কিছু দ্রব্য নির্দিষ্ট করা হলো , কিন্তু দেখতে হবে যাতে ভোক্তাদের ওপর চাপ না পড়ে
  • কাস্টমস ইনভেস্টিগেশন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে

 

আরও পড়ুন-৭ তারিখ হলদিয়ায় ফের একমঞ্চে থাকতে পারেন প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রী

Advt

Previous article৭ তারিখ হলদিয়ায় ফের একমঞ্চে থাকতে পারেন প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রী
Next articleবাংলায় বিজেপির মুখ! নজিরবিহীনভাবে বাজেট অধিবেশনে প্রথম বক্তা লকেট