Sunday, November 16, 2025

একুশের নির্বাচনের (Assembly Election) আগে দলবদলুদের তালিকা লম্বা হচ্ছে। সেই তালিকায় নবতম সংযোজন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিধায়ক (MLA) দীপক হালদার (Dipak Halder)। দীর্ঘদিন ধরে তিনি “বেসুরো” ছিলেন, সাম্প্রতিক সময়ে দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। এবার দল ছাড়ার সিদ্ধান্তটা পাকাপাকি ভাবে নিয়ে ফেললেন তৃণমূল (TMC) বিধায়ক।

দীপকবাবু দল ছাড়ার চিঠি ইতিমধ্যেই পোস্ট করে তৃণমূল ভবন ও দক্ষিণ ২৪ পরগনা দলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর (Subhashis Chakraborty) বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন। যদিও তৃণমূলত্যাগী বিধায়ক তাঁর আগামীর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাননি। তবে মনে করা হচ্ছে, দীপক হালদারও বাকিদের মতো ঝাঁকের কই হয়েই জার্সি বদলে গেরুয়া শিবিরে যোগদান করবেন অদূর ভবিষ্যতে। এর আগে ২০১৫ সালে অবশ্য দল বিরোধী কার্যকলাপের জন্য তৃণমূল দীপক হালদারকে একবার থেকে সাসপেন্ডও করেছিল। পরে অবশ্য ফের তাঁকে ফিরিয়ে নেওয়া হয়।

প্রসঙ্গত, ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার বিজেপি (BJP) নেতা শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ঘনিষ্ঠ বলেই পরিচিত। শোভন যখন তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি ছিলেন তখন তাঁর বৃত্তেই ঘোরাফেরা করতেন দীপক। শোভন বিজেপিতে সক্রিয় হতেই মাস খানেক আগে তার গোলপার্কের ফ্ল্যাটে গিয়ে দীর্ঘ বৈঠক করেছিলেন দীপক হালদার। তখন থেকেই চিত্রনাট্য পরিষ্কার হতে শুরু করে। আবার শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক মহলের ধারণা, দীপকের পরবর্তী আলোচনা আস্তানা হতে চলেছে বিজেপি শিবির।

আরও পড়ুন:মধ্যবিত্তদের বাড়ি, বিশেষ ছাড় দিলেন সীতারামন

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version