Thursday, December 4, 2025

বাজেটে স্বাস্থ্য-শিক্ষা: কোভিডের টিকায় বরাদ্দ ৩৫ কোটি টাকা, লাদাখে উচ্চশিক্ষায় জোর

Date:

Share post:

করোনাকালে পেশ করা বাজেটে সারাদেশে নজর ছিল ভ্যাকসিন নিয়ে কী বলছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় জানালেন, কোভিডের টিকার জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সবমিলিয়ে স্বাস্থ্য খাতে ১৩৭ শতাংশ খরচ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দ করছে সরকার।

চিকিৎসা খাতে ৫৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ছবছরে এটা খরচা হবে। এই টাকা দিয়ে জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা হবে। এর ফলে গ্রামের স্বাস্থ্য ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করা যাবে এবং ৬০২ টি জেলা উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

জোর দেওয়া হচ্ছে নাগরিক স্বাস্থ্যের উপরেও। দেশের কুড়িটি বড় শহরে স্বাস্থ্যক্ষেত্রে নজর রাখার জন্য নতুন ১৭ টি পাবলিক হেলথ ইউনিট কাজ শুরু করবে। ১৫ টি এমার্জেন্সি ইউনিট তৈরি হবে।

স্বাস্থ্যের পাশাপাশি বাজেটে পুষ্টি প্রকল্প জোর দেওয়া হয়েছে। পুষ্টি প্রকল্পগুলিকে একসঙ্গে করে ১১২ টি জেলায় ছড়িয়ে দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার পরিষ্কার জল এবং পরিশুদ্ধ আবহাওয়ার কথা বলেছে। সেদিকে নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ। ২.৮৬ কোটি মানুষকে কলের জল দিতে ২ লক্ষ ২৭ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার এবং অন্যান্য যা পরিমণ্ডলকে দূষিত করছে তার উপরেও নিষেধাজ্ঞা বজায় বহাল থাকবে।

স্বচ্ছ ভারত অভিযানে বরাদ্দ করছি এক লক্ষ ৪১ হাজার কোটি টাকা।
২০০০ কোটি টাকার বেশি বরাদ্দ হচ্ছে আমাদের পরিমণ্ডলকে শুদ্ধ করার জন্য।
একই সঙ্গে পুরনো যানগুলি যাতে পরিবেশ দূষিত না করতে পারে তার জন্য দ্রুত সরিয়ে ফেলতে হবে।
কুড়ি বছরের বেশি পুরনো ব্যক্তিগত যান বাতিল করে দেওয়া হবে।

স্বাস্থ্য সঙ্গে সঙ্গেই বাজেটে আমজনতার নজর থাকে শিক্ষায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, লাদাখে উচ্চশিক্ষার জন্য বরাদ্দ বাড়াল কেন্দ্র। সবাই যাতে সেখানে উচ্চশিক্ষা পায় তার জন্য বেশি বিনিয়োগ করা হবে। সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

এর পাশাপাশি তপশিলিদের মন জয়ে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বাড়ানো হয়েছে। এরফলে ৪ কোটি পড়ুয়া উপকৃত হবে।
তপশিলি এলাকায় ৭৫৮টি নতুন বিদ্যালয় স্থাপন হবে।

উচ্চশিক্ষার জন্য নতুন কমিশন গঠিত হবে, যার আওতায় বিশ্ববিদ্যালয়, কলেজ- সবই থাকবে।
১৫ হাজার স্কুলে নতুন শিক্ষানীতি চালু দেওয়া হবে।

আরও পড়ুন-বেসরকারিকরণের জোর দিয়ে অর্থনীতির হাল ফেরাতে মরিয়া নির্মলা

Advt

 

 

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...