Tuesday, November 11, 2025

মাঝে মোদি, আগে নাড্ডা, পরে শাহ, ভোটের টানে পর পর বঙ্গ-সফর

Date:

মাঝে মোদি, আগে নাড্ডা এবং পরে শাহ৷

বাংলায় একুশের বিধানসভা ভোট (WB assembly election 2021) নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছেনা বিজেপি (BJP)৷

ফেব্রুয়ারির গোড়া থেকেই বঙ্গ-অভিযানে নেমে পড়ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ আগামী রবিবার, ৭ ফেব্রুয়ারি প্রশাসনিক কাজে হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী৷ হলদিয়ায় মোদি একটি জনসভাও করবেন।

মোদি-সফরের আগে ও পরে আসছেন তাঁর দুই সেনাপতি জে পি নাড্ডা (J P Nadda) এবং অমিত শাহ(Amit Shah)। নরেন্দ্র মোদির সভার ঠিক একদিন আগে শনিবার নদিয়া থেকে ‘পরিবর্তন রথযাত্রা’-র (Parivartan Yatra) সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর আগামী ১১ ফেব্রুয়ারি কোচবিহারে রথের (RathYatra) দড়ি টানবেন প্রধান সেনাপতি অমিত শাহ।

বিজেপির তরফে বাংলায় দলের প্রধান কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় মোদি-শাহের এই নির্ঘন্ট জানিয়ে বলেছেন, “বাংলায় দুটি রথযাত্রার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। আরও তিনটি রথযাত্রা হবে৷ তার দিনক্ষণ নিয়ে আলোচনা চলছে।”
ওদিকে বিজেপি সূত্রের খবর, ৯ ফেব্রুয়ারি আরও দুটি রথযাত্রার তারিখ এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয় খতিয়ে দেখবেন নাড্ডা। দ্বিতীয় দফার পরিবর্তন-রথযাত্রা শুরু হবে ঝাড়গ্রাম ও তারাপীঠ থেকে৷ সর্বশেষ রথযাত্রা হবে কলকাতা জোনে৷ শুরু হবে কাকদ্বীপ থেকে। এই রথযাত্রার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
কৈলাস জানিয়েছেন, বিধানসভা ভোটের আগে মোট ৫টি রথযাত্রা করবে বিজেপি।

বিজেপি সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র অতিক্রম করবে এই পাঁচটি রথ৷

এর পর ব্রিগেডে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। ব্রিগেডে মোদিকে আনার চেষ্টা হচ্ছে।

প্রথমে স্থির করা হয়েছিলো, ব্রিগেড থেকে মিশন বাংলার সূচনা করবেন নরেন্দ্র মোদি। কিন্তু পরে মোদি সফরের আগেই প্রথম দফার প্রচার শুরু করছে বিজেপি৷

এদিকে, গেরুয়া- রথযাত্রার অনুমতি আদৌ মিলবে কি’না, তা নিয়ে এখনও সন্দেহ আছে। সোমবার নবান্নের কাছে অনুমতি চেয়েছে বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ” সরকারের থেকে অনুমতি চেয়েছি। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবো”

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version