মোদির মঞ্চে থাকছেন না, দলবদলের জল্পনায় জল ঢাললেন দেব

সামনেই বাংলার হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে চলতি মাসের ৭ ফেব্রুয়ারি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানা গিয়েছে, এই সফরে একটি দলীয় সভাও করতে পারেন তিনি। সেখানে ঘাটালের তৃণমূলের (TMC) অভিনেতা-সাংসদ (Actor-MP) দীপক অধিকারী (Dipak Adhikary) ওরফে দেবকে (Dev) আমন্ত্রণ জানানো হয়েছে। একজন সাংসদকে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণে কোনও বাধা অথবা জল্পনা নেই।

তবে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র দাবি, মোদির অনুষ্ঠানমঞ্চে থাকবেন শিশির অধিকারী, দেব। এবং সেখানে দেবকে নিয়ে জোর জল্পনা শুরু হয়। তাহলে কি টলিপাড়ার শীর্ষ অভিনেতা দল বদল করছেন? কিন্তু সেই জল্পনা উড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দেব। জানিয়ে দিলেন, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে অপারগ।

প্রসঙ্গত, লদিয়ায় নতুন এলপিজি ইমপোর্ট টার্মিনাল এবং দোবধি- দুর্গাপুর ন্যাচারাল গ্যাস পাইপলাইনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর৷ পাশাপাশি আরও একটি প্রকল্পের শিলন্যাস করবেন তিনি৷ অনুষ্ঠানের আমন্ত্রপত্রে কাঁথির সাংসদ শিশির অধিকারী, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর পাশাপাশি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এবং ঘাটালের সাংসদ দেবকেও আমন্ত্রণ জানানো হয়েছিল৷

আরও পড়ুন- কনিষ্কর ভাইরাল ভিডিওর পর্দা ফাঁস! ‘উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট’ বলে তীব্র কটাক্ষ ‘হিন্দু সংহতি’র

Advt