জনপ্রিয়তার তুঙ্গে মমতার স্বপ্নের প্রকল্প, বিয়ের মেনু কার্ড এখন “স্বাস্থ্যসাথী”

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) স্বপ্নের “স্বাস্থ্যসাথী” ( Shastya Sathi) প্রকল্প এখন জনপ্রিয়তার তুঙ্গে। এই যুগান্তকারী প্রকল্প নিয়ে মানুষের উৎসাহ চোখে পড়ার মত। এই একটি মাত্র কার্ড স্বাস্থ্য বিষয়ক বিপুল খরচের দুশ্চিন্তাকে দূরে সরিয়ে এ রাজ্যের ১০ কোটি মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে।

তাই এই প্রকল্পকে সাধুবাদ জানাতে হাওড়ার(Howrah) এক নবদম্পতি (New Couple) তাঁদের বিবাহের প্রীতিভোজের মেনু কার্ড (Menu Card) বানিয়ে ফেলেছেন এই কার্ডের আদলেই! এই নবদম্পতিকে তাঁদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা করছেন মমতার অনুগামীরা।

প্রচুর উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি এই স্বাস্থ্যসাথী প্রকল্প সাধারণ মানুষকে আরও একবার মনে করিয়ে দিয়েছে, তাদের বিপদে-আপদে সর্বদা মুখ্যমন্ত্রী পাশে আছেন। বাংলার দিক দিগন্তে মুখ্যমন্ত্রীর উপরে বর্ষিত হচ্ছে আশীর্বাদ।

আরও পড়ুন- ফের শিখর ছুঁল দেশের শেয়ারবাজার, ৫০ হাজারের গণ্ডি পার সেনসেক্সের

Advt

 

Previous articleফের শিখর ছুঁল দেশের শেয়ারবাজার, ৫০ হাজারের গণ্ডি পার সেনসেক্সের
Next articleএক হাতে আইন অন্য হাতে একতারা উত্তরপাড়া থানার আইসি অরূপ রায়ের