Wednesday, August 13, 2025

যত বেশি সম্ভব দফায় নির্বাচনের দাবি নিয়ে কমিশনে দিলীপ, লকেটরা

Date:

যত বেশি সম্ভব দফায় নির্বাচনের দাবি নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ বিজেপি (Bjpl। শুক্রবার, নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধিদল। ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), অর্জুন সিং (Arjun Singh), ভূপেন্দ্র পাঠক (Bhupendra Pathak)-সহ শীর্ষ নেতৃত্বের কয়েকজন। কমিশনের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি জানান, ৭-৮ দফায় হবে না। ১০ দফায় ভোট গ্রহণ করাতে হবে।

শুধু ১০ দফা বেশি করার দাবিই নয়, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, শাসকদলের হয়ে কাজ করায় অভিযুক্ত অফিসারদের বদলি, ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ একাধিক দাবি পেশ করেন তাঁরা।

সূত্রের খবর, সরস্বতী পুজোর পরেই রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন।

নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি আগে থেকেই জানিয়েছিল গেরুয়া শিবির। এবার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে কমিশনে দরবার করে বিজেপির প্রতিনিধিদল। একই সঙ্গে করোনাকালে বিহার ভোটে যে ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটা বজায় রাখারও আর্জি জানানো হয়েছে।

রাজ্যে ৬ থেকে ৭ দফায় ভোট করানো হতে পারে বলে সূত্রের খবর। করোনা পরিস্থিতির কারণে এবার বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে। অনলাইনে মনোনয়ন জমা নেওয়া হবে। তার জন্য আগে থেকেই জেলাশাসকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। সব মিলিয়ে এখন কবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন সেদিকেই তাকিয়ে বাংলা।

আরও পড়ুন-শক্তিশালী অর্থনীতির লক্ষ্যে অপরিবর্তিত রেপো রেট, আশাবাদী RBI গভর্নর

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version