উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, জানালো আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। শনিবারও তাপমাত্রা খানিকটা বাড়বে‌ বলে জানচ্ছে হাওয়া অফিস।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গে ফের নামবে পারদ।

শুক্রবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে। দক্ষিণবঙ্গে কলকাতা-সহ উপকূলীয় জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শীতল বাতাস ও সমুদ্রের উপর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাসের মিশ্রণেই এই বৃষ্টি। তবে এই বৃষ্টির পর যে আরও এক দফায় ঠান্ডা পড়বে বঙ্গে, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন –হাওড়ায় রবিবার একসঙ্গে চার জনসভা বামেদের

Advt

Previous articleআপত্তিকর মন্তব্য: বর্ধমানে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা অভিষেকের
Next articleরিহানাদের সমর্থন এবং সচিন-সৌরভদের বিরুদ্ধে মুখ খুললেন তাদেরই সতীর্থ