Wednesday, May 7, 2025

ভুয়ো ভোটার খুঁজবে ‘বুথ অ্যাপ’। বাংলায় এবারের বিধানসভা নির্বাচনে এই  ‘বুথ অ্যাপ’ ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের পর ভুয়ো ভোটারকে খুঁজে দিতেই এবার বাংলায় আসছে এই  অ্যাপ। ভোটার সঠিক কি না তা বুঝতে ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে লিস্ট দেখে ম্যানুয়ালি নাম খুঁজতে হয়। প্রতি দু’ঘণ্টা অন্তর রিপোর্ট পাঠাতে হয় কমিশনকে। এবার থেকে সেই কাজ করে দেবে বুথ অ্যাপ। একইসঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রে লাইন কতটা লম্বা রয়েছে, তাও ভোটাররা জেনে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

 

ম্যানু্য়ালি নাম নথিবদ্ধ করার কারণে অনেক সময় ভুল  থেকে যায়। যে কারণে ভোটের দিন  নাম মেলাতে গিয়ে ছোটখাটো ভুল হয়ে যায়। বুথ অ্যাপ সেই সমস্যা দূর করবে। একইসঙ্গে দিনের শেষে কতজন ভোটার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তার নির্ভুল তালিকাও উঠে আসবে। ভোটারদের যে স্লিপ দেওয়া হয় সেখানে থাকে কিউআর কোড। বুথ অ্যাপের মাধ্যমে তা স্ক্যান করে নথি মেলান বুথ স্তরের অফিসাররা। এরপরই ভোটারদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। পোলিং আধিকারিকরা ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ফের কিউআর কোডটি স্ক্যান করেন। তারপরই ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়। মূলত ভোট বুথের প্রতিটি তথ্য কমিশনের কাছে পৌঁছে দেওয়াই বুথ অ্যাপের কাজ হবে। একইসঙ্গে ভোটের লাইন কতটা লম্বা, কতজন আছেন তাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। ফলে দীর্ঘক্ষণ ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার ঝক্কি থেকে মুক্তি পাবেন ভোটাররা।

Related articles

উচ্চ মাধ্যমিকে হুগলির দুর্দান্ত দাপট, মেধা তালিকায় ১৪ জন পড়ুয়া

৭ মে, বুধবার প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাত্র ৫০ দিনের মধ্যে ফল প্রকাশ করল...

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...
Exit mobile version