Thursday, August 28, 2025

স্কুলে ইংরেজি মাধ্যম চালু করা নিয়ে তুলকালাম চন্দননগরে (Chandannagar)। পুর কমিশনারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবকদের। চাপের মুখে বেরিয়ে যেতে হল কমিশনারকে। কার্যত থমকে গেল স্কুল উদ্বোধনের কর্মসূচি। শনিবার এই ঘটনাটি ঘটেছে চন্দননগর বোড় কালিতলা এলাকায়।

শনিবার, এলাকার নিত্যগোপাল মডেল গার্লস হাইস্কুলে ইংরেজি মাধ্যম চালু করার উদ্বোধনী অনুষ্ঠান ছিল। উদ্বোধন করার কথা ছিল স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen)। সেইমতো আগেভাগে উপস্থিত হয়েছিলেন চন্দননগর পুরনিগমের কমিশনার স্বপন কুণ্ডু (Swapan Kundu)। কিন্তু স্কুলে যেতেই কয়েকজন অভিভাবকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন পুর কমিশনার।

অভিভাবকদের বক্তব্য, ২০১৯ সালে তাঁদের সন্তানরা এই বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে ১ম শ্রেণীতে পড়ার জন্য আবেদন পত্র জমা দিয়েছিল। কিন্তু এখনও তাঁদেরকে ডাকা হয়নি। অথচ গতবছর যারা কিন্ডার গার্ডেনে ছিল তাদেরকে ডাকা হয়ছে। পাশাপাশি নতুন ইংরাজি মাধ্যমের (English Medium) ভর্তির জন্য যারা আবেদন করেছিল তাদেরও ডাকা হয়েছে। এজন্যই বর্তমানে ২য় শ্রেনীর পড়ুয়াদের অভিভাবকরা পুর কমিশনারকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভের মুখে বেরিয়ে যান স্বপনবাবু। এবিষয়ে পুর কমিশনার কিছু বলতে না চাইলেও সরকারি সূত্রে খবর গতবছর সেভাবে স্কুল না হলেও সরকারি নিয়মে ওই পড়ুয়ারা বর্তমানে ২য় শ্রেণীতে উত্তীর্ণ। আর উদ্বোধনে বিদ্যালয়ে শিশুশ্রেণী ও ১ম শ্রেণী চালু হওয়ার কথা। এরপর এই সমস্ত পড়ুয়াদের নিয়েই প্রত্যেক বছর ধাপে ধাপে বিদ্যালয়ে নতুন ক্লাস চালু হবে। তাই বর্তমানে যাদের সন্তানরা ২য় শ্রেণীতে উঠেছে তাঁদের ইংরেজি মাধ্যমে সুযোগ পাওয়ার কথা নয়।

আরও পড়ুন- রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রী, নিজেই বাংলায় টুইট করে জানালেন মোদি

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version