Saturday, August 23, 2025

ভারতীয় করোনা টিকা কিনতে চায় আরো ২৫টি দেশ, বললেন বিদেশমন্ত্রী

Date:

উপরে সিরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাক্সিন কোভিশিল্ডের (covishield)  ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে যতই বিতর্ক থাক, অন্তত ১৫ টি দেশ ইতিমধ্যেই এই ভ্যক্সিন কিনতে চেয়েছে। সেই ১৫টি দেশে পাঠানোও হয়ে গিয়েছে কোভ্যাক্সিন।  আরও ২৫টি দেশ কিনতে চেয়ে আগ্রহ-পত্র পঠিয়েছে। শনিবার এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (foreign affairs minister S Jaishankar)। জয়শঙ্কর  এদিন বলেন, “ইতিমধ্যেই ভারতে দুটি ভ্যাকসিন উপলব্ধ।  দুটিই যে সফলভাভের কার্যকরী তা প্রমাণিত।  ভবিয্যতে আরও কয়েকটি ভ্যাকসিন ছাড়পত্র পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister narendra modi)ভারতকে বিশ্বের ঔষধালয় হিসাবে প্রতিষ্ঠিত করতে চান। সেই লক্ষ্যেই আমরা একযোগে কাজ করছি।”

এদিন অমরাবতীতে একটি সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, “আপাতত দরিদ্র, সাশ্রয়ী ও ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে সরাসরি চুক্তি করেছে, এমন তিনধরনের দেশ ভারতে তৈরি ভ্যাকসিনের আবেদন জানিয়েছে। যতদূর আমি জানি, এখনও অবধি মোট ১৫টি দেশে ভারতের তৈরি করোনা টিকা পাঠানো হয়েছে। ”তিনি জানান, আরও ২৫টি দেশ এই ভ্যাকসিনের জন্য আবেদন জানিয়েছে। বিদেশমন্ত্রী আরও জানান, বেশ কিছু দরিদ্র দেশকে বিশেষ ছাড়ে করোনা টিকা দেওয়া হয়েছে।অন্যদিকে, ভারত যে দামে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির কাছ থেকে টিকা কিনছে, সেই মূল্যেই করোনা টিকা রপ্তানির আবেদন জানিয়েছে বেশ কয়েকটি দেশ। এছাড়া বেশ কয়েকটি দেশ টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভ্যাকসিন কিনতেও আগ্রহ দেখিয়েছেন। ইতিমধ্যেই ভারতে জরুরিভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের “কোভ্যাকসিন” (Covaxin) ও সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার “কোভিশিল্ড” (Covishield)।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version