Friday, November 14, 2025

‘কীসের এত ভয়?’ কৃষক আন্দোলন নিয়ে বলিউড তারকাদের প্রশ্ন নাসিরুদ্দিনের

Date:

ভারতে লাগাতার চলতে থাকা কৃষক আন্দোলনকে(farmer protest) কেন্দ্র করে বর্তমানে বেশ অস্বস্তিতে রয়েছে সরকার। কৃষকদের পাশে দাঁড়িয়ে সরব হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল। এহেন অবস্থায় দেশের ক্রীড়াজগৎ ও বলিউডের একাধিক তারকার তরফে টুইট করে জানানো হয়েছে, ‘কৃষক সমস্যা সমাধান ভারত নিজে করবে এর জন্য বিদেশী শক্তির এগিয়ে আসার কোন দরকার নেই।’ ঐক্যবদ্ধ ভারতের ডাক দিয়েছেন প্রত্যেকে। তবে বলিউড তারকাদের এহেন ট্যুইটের পর তাদের বিরুদ্ধে সুর চড়ালেন জনপ্রিয় বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ(Naseeruddin Shah)।

এদিন সেই সমস্ত বলিউড তারকাদের দিকে অভিযোগের আঙুল তুলে টুইট করেন নাসিরুদ্দিন শাহ। যেখানে তার বক্তব্য বলিউড তারকারা অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন, সেই ভয় ও আশঙ্কা থেকেই অন্নদাতাদের পাশ থেকে সরে যাচ্ছেন। এর পাশাপাশি তিনি বলেন, যখন আপনি আপনার ৭ প্রজন্মের জন্য অর্থ সঞ্চয় করে রেখেছেন তখন হারানোর এত ভয় কিসের? বলিউড তারকাদের উদ্দেশ্য করে নাসিরুদ্দিন শাহের এহেন টুইট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:মার্চ থেকেই শুরু ৫০ বছরের বেশি বয়সীদের করোনা টিকাকরণ, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

অন্যদিকে দেশের ক্রিকেট ও বলিউডের এভাবে কৃষকের পাশ থেকে সরে যাওয়ার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বলিউড তারকা তথা কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ‘সরকারের পরিবর্তন তো হতেই থাকবে তাই বলে চাপের মুখে পড়ে এই ধরনের টুইট করা কখনোই কাম্য নয়।’ প্রসঙ্গত, দেশের কৃষকদের পাশে দাঁড়িয়ে সম্প্রতি টুইট করেছেন পপ তারকা রিহানা ও পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। তাদের সেই টুইট কে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। যদিও সে ধারা অব্যাহত রেখে সম্প্রতি কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের ভাইজি মিনা হ্যারিস। সবমিলিয়ে কৃষক আন্দোলন কে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপ ক্রমাগত বাড়ছে ভারত সরকারের উপর।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version